
কলকাতা : দক্ষিণ কলকাতার গ্যালারী গোল্ডে আইকোনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ।
৩০ এপ্রিল থেকে চলছিল এই বিশেষ প্রদর্শনী। শেষ হল ১ মে। দু’দিনের এই প্রদর্শনীর শেষদিন ছিল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয়।
ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হয়েছেন প্রদ্যুত কুমার দে, দ্বিতীয় হয়েছেন সরদ মাওসরমানি, তৃতীয় স্থান অধিকার করেছেন অরিজিৎ দে। স্ট্রীট ও পিপল বিভাগে প্রথম হয়েছেন পৃথুল দাস, দ্বিতীয় হয়েছেন সমীর পাল এবং তৃতীয় স্থানাধিকারী রতন সিনহা। দেখুন ভিডিও
ওয়াইল্ড লাইফ বিভাগে প্রথম স্থানাধিকারী চন্দন সরকার, দ্বিতীয় স্থানাধিকারী অমিতাভ নন্দী এবং তৃতীয় হয়েছেন ডক্টর জয়শ্রী পাল।
পোট্রেট বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিশ্বদ্বীপ মুখোপাধ্যায়, প্রদীপ্ত দাশগুপ্ত এবং ফ্রান্সিস নায়েক। এছাড়াও বিশেষ সন্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন নিলুফার বেগম, উদয় দাস এবং সাগর দে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেকেই ছিলেন বেশ উৎসাহী। নতুন প্রজন্মের আলোকচিত্রীদের মধ্যে এই প্রদর্শনী বিশেষভাবে উৎসাহ প্রদান করেছে। প্রদর্শনীর উদ্যোগতারা জানান নতুন প্রজন্মের আলোকচিত্রীদের আরও বেশি করে উৎসাহী করে তুলতে আগামী দিনে তারা এই ধরণের প্রদর্শনী আরও বড় আকারে নিয়ে আসতে চলেছেন। আলোকচিত্রী সৌম্য শঙ্কর ঘোষাল জানান এই ধরণের প্রদর্শনীতে অনেকধরণের ছবি থাকার ফলে আলোকচিত্রের বিভিন্ন বিভাগের বিষয় সম্পর্কে জানতে পারা যায় তেমনই অনেকধরণের ছবি দেখারও সুযোগ হয়।