প্রলয় চ্যাটার্জী , দেশের সময়: আলোকচিত্র (photography) শুধু একটা শখ নয়, এটা হতে পারে ভবিষ্যতের পেশা, স্বপ্নপূরণের পথ। আইকনিক-এর উদ্যোগে আগামী ৩০ এপ্রিল ও ১ মে, কলকাতার গ্যালারি গোল্ডে আয়োজিত হতে চলেছে এক অনন্য ফোটোগ্রাফি এক্সিবিশন।
এই আলোকচিত্র প্রদর্শনীর মূল লক্ষ্য নতুন প্রতিভাবান আলোকচিত্রিদের’কে খুঁজে বের করে তাঁদের তোলা মূল্যবান ছবিগুলিকে সবার সামনে তুলে ধরা। নতুন ফটোগ্রাফাররা তাঁদের কাজের স্বীকৃতি পাক, তাঁদের প্রতিভা যেন হারিয়ে না যায়। এক বিশেষ প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্রতিভাবানদের পরিচয় করানোর পাশাপাশি তাঁরা যাতে ভবিষ্যতে ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে পারেন।

আপনি কি ক্যামেরার পেছনের সেই গল্পের মানুষ, যার চোখে লুকিয়ে আছে পৃথিবীকে দেখার এবং অন্যকে দেখানোর নতুন দৃষ্টিভঙ্গি? তাহলে আর অপেক্ষা কেন? যে ধরনের ছবিই তুলুন না কেন, আপনার প্রতিভাকে সামনে আনুন! আইকনিক -এর সঙ্গে যোগাযোগ করুন, আপনার ছবি পাঠাতে শুরু করুণ এখনই। এই সুযোগ হয়তো আপনার ক্যারিয়ারকে নতুন দিশা দেখাবে!




