দেশের সময় , পেট্রাপোল : শুক্রবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী পেট্রাপোল স্থল বন্দর। পেট্রাপোল সীমান্তের সিডব্লুসি পার্কিং এ ১টি ব্লিচিং পাউডার (Bleaching Powder) বোঝাই ট্রাকের আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে গেল আরও ২টি পণ্যবোঝাই ট্রাক। ভারত থেকে বাংলাদেশে রপ্তানির জন্য তিনটি ট্রাক পাশাপাশি দাঁড়িয়েছিল পেট্রাপোল বন্দরের সিডব্লুসি(CWC) পার্কিং জোনে। শুক্রবার গভীর রাতে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পাশে থাকা আরও ২ টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দেখুন ভিডিও
বনগাঁর দমকলের কর্মীরা টানা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড (Fire) ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও খতিয়ে দেখছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা।
আগুন লাগার পর বন্দরের মধ্যে থাকা আমদানি – রপ্তানির পণ্যবাহী ভারত ও বাংলাদেশের ট্রাকের চালকরা ভয়ে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে পেট্রাপোল থানার পুলিশ কর্মী,বিএসএফ জওয়ানেরা সহ বনগাঁর ফায়ার সার্ভিসের ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন দ্রুত নিযন্ত্রণে আসায় পেট্রাপোল বন্দর আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রেহাই পেল।
এর আগেও কয়েকটি ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে পণ্যসহ ট্রাকগুলো ভস্মীভূত হয়েছে। তারপরও বন্দর কর্তৃপক্ষ ব্লিচিং পাউডারের ব্যাপারে বিশেষ কোন পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ তুলেছেন সীমান্তের ব্যবসায়ী মহল৷
বন্দরের প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশে রপ্তানির জন্য ব্লিচিং পাউডার বোঝাই ১ .টি ট্রাক বন্দরে অপেক্ষায় কয়েকদিন ধরে দাঁড়িয়ে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল।
পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এরপ্রধান কার্তিক চক্রবর্তী জানান, সাধারণত ব্লিচিং পাউডারে জল লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। এ বিষয়ে রপ্তানিকারকদের কে বহুবার সতর্ক করা হয়েছে যে তারা যাতে এই ব্লিচিং পাউডার টিনের বাক্স বা বিশেষভাবে প্যাকিং করার জন্য ৷
কিন্তু শুধু মাত্র ত্রিপলে ঢেকে ট্রাক বোঝাই করে নিয়ে আসা হয় রপ্তানির জন্য৷ মূলত সর্তকতার অভাবেই এই ধরনের দূর্ঘটনা ঘটছে৷ দমকল কর্মীরা টানা ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না। অন্তত ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগিয়েছে৷