দেশের সময় ওয়েবডেস্কঃ এসএসসি মামলার তদন্তে সহযোগিতা করছেন না মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
এই অভিযোগের ভিত্তিতে গতকাল ২৭ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ইডি। ব্যাঙ্কশাল আদালতে ইডি-র আইনজীবী ১৪ দিন পার্থকে হেফাজতে রাখার আবেদন করেছিলেন।
কিন্তু শেষপর্যন্ত আদালতের নির্দেশ, সোমবার পর্যন্ত তাঁকে হেফাজতে রাখা যাবে। এর মাঝেই শনিবার শুনানি চলাকালীনই অসুস্থবোধ করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেয় নিম্ন আদালত।
নিম্ন আদালত পার্থকে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার ছাড়পত্র দেয়। তবে নির্দেশ দেন, আগামী সোমবার শুনানিতে যেন এসএসকেএম চিকিৎসার রিপোর্ট জমা দেয় আদালতে। তারপরই হুইলচেয়ারে করে তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে রাখা হয় তাঁকে। গড়া হয় ৬ সদস্যের মেডিক্যাল টিমও।
হেফাজতের প্রথম রাত তিনি হাসপাতালেই কাটিয়েছেন। এবার আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি।
সূত্রের খবর, নিম্ন আদালতের এই নির্দেশ ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন ইডি-র আধিকারিকরা। ইডির দাবি, নিম্ন আদালত যে ভাবে রায় দিয়েছে তা আইন মেনে হয়নি। পার্থ চট্টোপাধ্যায় আদৌ অসুস্থ কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের।
আদালতে তাদের আর্জি, এসএসকেএম নয়, কমান্ড হাসপাতালে পাঠানো হোক পার্থকে। শনিবার গভীর রাতে প্রধান বিচারপতির কাছে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে ইডি-র আধিকারিকদের তরফে। সে কারণে আজই হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিকে রবিবার সকালে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের তুলনায় স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷