Partha Chatterjee দুই বিচারপতির ভিন্ন মত! পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট , জামিন মামলার শুনানি হবে তৃতীয় বেঞ্চে

0
82

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল না কলকাতা  হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানিতে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 

এখনই জামিন পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-সহ সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে এই পাঁচ জনের জামিনের আবেদন শোনার জন্য বুধবার বৃহত্তর বেঞ্চ বসানোর সুপারিশ করেছে ডিভিশন বেঞ্চ। তবে, বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৌশিক ঘোষ, আলি ইমাম, সুব্রত সামন্ত ও চন্দন মণ্ডলের জামিন মিলেছে। 

বুধবারের এই সিদ্ধান্ত আপাতত চূড়ান্ত নয় বলেই বোঝা যাচ্ছে। কারণ দুই বিচারপতির ভিন্ন মত রয়েছে জামিন নিয়ে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবাইকে জামিন মঞ্জুর করেছেন। তবে বিচারপতি অপূর্ব সিংহ রায়ের আলাদা মত। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করেন। 

এই মামলা এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি তৃতীয় একটি বেঞ্চে মামলা পাঠাবেন। সেখানেই জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

পার্থ ছাড়াও এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি প্রাক্তন সহকারী সচিব অশোক কুমার সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার জামিনের আর্জি খারিজ করেন বিচারপতি অপূর্ব সিংহ রায়।

এদিকে শেখ আলি ইমাম (মিডলম্যান), কৌশিক ঘোষ (মিডলম্যান), সুব্রত সামন্ত রায় (মিডলম্যান) এবং চন্দন ওরফে রঞ্জন মন্ডল (মিডলম্যান)-এর জামিন মঞ্জুর হয়েছে। তবে এঁদের মানতে হবে শর্ত। নিম্ন আদালতে উপস্থিত থাকতে হবে। তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

বাকিদের জামিনের বিষয়টি বিবেচনা করবেন প্রধান বিচারপতি। প্রয়োজনে নতুন বেঞ্চ গঠন করে এদের জামিনের মামলাটি শুনানি হবে।

Previous articleSubrata Bakshi Met Abhishek Banerjee রদবদল নিয়ে অভিষেকের অফিসে বৈঠকের পরেই নবান্নে গিয়ে মমতাকে রিপোর্ট বক্সীর
Next articleLogina Salah Creates History: মিস ইউনিভার্স 2024-এ ভিটিলিগো সহ প্রথম প্রতিযোগী হিসাবে ইতিহাস গড়েছেন লগিনা সালাহ , আত্মবিশ্বাসের কাছে হার শ্বেতি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here