Partha Chatterjee: পার্থকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিল ইডি, এইমসে হবে স্বাস্থ্য পরীক্ষা

0
439

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ সকালেই ভুবনেশ্বর এইমস-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ 


পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিল ইডি ।

রবিবার হাইকোর্ট নিদের্শ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল পরীক্ষার জন্য ৷ তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হবে। সেখানেই চিকিৎসকরা দেখবেন তাঁকে।

ইডির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় সুস্থ আছেন। তাঁকে অন্য হাসপাতাল ফিট সার্টিফিকেট দিয়েছে ৷ তবু অসুস্থতার অজুহাত দিয়ে ইডি হেফাজত এড়াতে চাইছেন তিনি। আর তার জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর আশ্রয় এসএসকেএম হাসপাতাল। সেখানে চিকিৎসার নামে দুর্নীতি ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও আদালতে রবিবার জানায় ইডি।

তারপরেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বর এইমসে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয় ইডিকে। সোমবার সকালেই এয়ার অ্যাম্বুলেন্সে সে যাত্রার বন্দোবস্ত করা হয়েছে।
এদিন সকাল থেকেই পিজি হাসপাতাল চত্বরে পুলিশের আনাগোনা বাড়ছিল। নিরাপত্তার ঘেরাটোপে পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাম্বুলেন্সে তোলেন ইডির আধিকারিকরা।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ভুবনেশ্বর যাবেন ইডি অফিসার মিথিলেশ কুমার মিশ্র৷ এছাড়াও থাকবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত৷ চিকিৎসক তুষারকান্তি পাত্রও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভুবনেশ্বর পৌঁছবেন৷

ভুবনেশ্বরে এইমসের কার্ডিওলজি, নেফ্রলজি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। বিকেল ৩টের মধ্যে তার রিপোর্ট দিতে হবে আদালতে।

সূত্রের খবর, গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা৷ কিন্তু সেই খাবার তাঁকে দিতে দেয়নি ইডি৷ ফলে, রাতে হাসপাতালের খাবারই খান তৃণমূলের শীর্ষ নেতা৷

Previous articleArpita Mukherjee : পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই নতুন তথ্য’! অর্পিতার শুনানিতে আদালতে বক্তব্য ইডির , অন্যদিকে পার্থ সুস্থ! দুর্নীতি ধামাচাপা দিচ্ছে এসএসকেএম দাবি ইডির
Next articleDroupadi Murmu : আজ সকাল সোয়া দশটায় শপথ নেবেন দেশের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here