Partha Chatterjee জামিনের আবেদন খারিজ,পার্থ ও অর্পিতাকে ৩ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ আদালতের

0
871

দেশের সময় ওয়েবডেস্কঃ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সোমবার ইডি আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর পাশপাশি প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল চেক-আপ করানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, সুরক্ষা প্রদান সুপ্রিম কোর্টের ডি কে বাসু রায় অনুসারে দিতে হবে।

পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারপতি।

যদিও এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়। তবে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। জানিয়ে দেয়, আগামী ৩ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হল। পাশাপাশি ৪৮ ঘণ্টা ব্যবধানে দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

সোমবার রাতে ফিরছেন না কলকাতায়, ভুবনেশ্বর এইমসেই রাত্রিবাস করবেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গিয়েছে, কিছু সমস্যার জন্য এ দিন রাতে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় ফেরানো সম্ভব হচ্ছে না। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকালেই তাঁকে নিয়ে শহরে ফিরবেন ইডি কর্তারা।

নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকারও বেশি নগদ, বিদেশি মুদ্রা, একাধিক মোবাইল ফোন, লক্ষাধিক টাকার গয়না ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে বলে ইডির দাবি। এছাড়াও পার্থর বাড়ি থেকেও এমন কিছু তথ্য মিলেছে যার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার যোগ আছে বলে দাবি করা হয়েছে।

এদিন আদালতে ইডি দাবি জানায়, তদন্তেরও সুবিধার্থে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের তাদের হেফাজতে পাঠানো হোক। অর্পিতার জন্য ১৩ দিনের হেফাজতের আর্জি জানানো হয়। এদিন ইডি আরও দাবি করে যে, পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি রয়েছে।

ইডির হয়ে এদিন আদালতে সওয়াল করে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এম রাজু। তিনি আদালতে বলেন, ‘‘হাসপাতালে ভর্তি থাকাকে পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত বলা চলে না। আমরা ইতিমধ্যে দু’দিন হারিয়েছি।

আদালতের নির্দেশে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের গোটা শরীর চেক আপের পর জানিয়ে দেয়, এখনই তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। সেই রিপোর্ট এদিন আদালতে পেশ করে ইডির আইনজীবী জানান, পার্থ সুস্থ রয়েছেন। তিনি যে শুধু সুস্থ রয়েছেন তা নয়, একজন রোগীকে বঞ্চিত করছেন। পাশাপাশি এও বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে যাতায়াত করে টাকা নষ্ট করছেন।

যদিও ইডির এই দাবি নস্যাৎ করে দিয়ে পার্থর আইনজীবী জানান, ইডির তাড়াহুড়োর কারণেই এই খরচ হয়েছে। এতে তাঁর মক্কেলের কোনও দোষ নেই।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আদালতে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। জানান, হাইকোর্ট এই মামলার ওপর নজর রাখছে। আদালত তাঁকে গ্রেফতারের কথা বলেনি। ইডিকে সবরকম সাহায্য করছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেও কেন তাঁকে গ্রেফতার করা হল?
এই সওয়াল-জবাবের পরে আদালত ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। আগামী ৮ অগস্ট ফের এই মামলার শুনানি হবে।

Previous articleMamata Banerjee: ‌‌রাজনীতি না করলে জিভ টেনে ছিঁড়ে দিতাম’!‘‌নাম জড়িয়ে’‌প্রচারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী !সিপিএম-বিজেপিকে আক্রমণ শানালেন মমতা
Next articlePartha Chatterjee: মমতা ‘ঠিক বলেছেন’, ‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা’ প্রশ্নে কলকাতায় ফিরেই মন্তব্য পার্থর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here