বাগদা : লোকসভা ভোট মিটতে না মিটতেই এবার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তর ২৪পরগনার বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মমতাবালার কন্যা মধুপর্ণা ঠাকুরকে। সোমবার ছিল শেষ লগ্নের প্রচার । সেই প্রচারে এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। করজোড়ে ক্ষমা চাইলেন তিনি। বললেন, “আমার দলের কেউ যদি কোনও অন্যায় করে থাকে আমি হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সঙ্গী হিসাবে ক্ষমা চাইছি। পার্থ ভৌমিক অন্যায় করলে তার শাস্তি দয়া করে অন্য কাউকে দেবেন না।”পাশপাশি, দলের কেউ কোনও অন্যায় করে থাকলে তাঁদের সবার হয়ে ক্ষমা চান তৃণমূল সাংসদ।
বুধবার উপনির্বাচন হবে বাংলার চারটি কেন্দ্রে। নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা , উত্তর দিনাজপুরের রায়গঞ্জ , উত্তর ২৪ পরগনার বাগদা। এর মধ্যে মানিকতলায় বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে।
২০২১ সালে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। যদিও, দলবদলে তিনি তৃণমূলের যোগদান করেন। এরপর ২০২৪-এর বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করে বিশ্বজিৎকে। তবে বিজেপির শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হতে হয় তাঁকে। বাগদা বিধানসভা কেন্দ্রটি বনগাঁ লোকসভার অন্তর্গত। তবে কি জমি হারানোর ভয় পাচ্ছে তৃণমূল? পার্থর এ দিনের প্রচারের ধরন দেখে অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুলিয়াতে প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে বুথ বৈঠক করতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশে পার্থ ভৌমিক বলেন,”আমি বাগদার মানুষের কাছে বলতে চাই ২০১৬ সালে আমাদের হারিয়েছেন,২০১৯ সালে হারিয়েছেন,২০২১ সালে হারিয়েছেন,২০২৪ সালে হারিয়েছেন।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি যখন আসছিলাম
কেউ একজন বলছিল দাদা রাস্তাটা করে দিন। আমি বললাম দায়িত্ব তো আপনারা আমায় দেননি রাস্তা করে দেওয়ার। দিয়েছেন বিজেপিকে। তাহলে দায়িত্ব দেবেন বিজেপিকে আর রাস্তা করে দিতে বলবেন আমায়? আমায় দিয়ে দেখুন করতে পারি কি না।”
পার্থ বলেন, “মধুপর্না ঠাকুর বাগদার এবাড়ি ওবাড়ি দৌড়ে বেড়াবে। দয়া করে একবার কাজের সুযোগ দিন। আমি হাতজোড় করে বলছি। যদি ও কাজ করতে না পারে দুবছর পর আবার বিধানসভা নির্বাচন। তখন ফেলে দেবেন। কিন্তু একটা বার সুযোগ পাব না?”
এদিনের প্রকাশ্য সভা থেকে পার্থ বলেন, ‘লোকসভা ভোটে ২৯টি আসন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনটে সিটে আমরা অল্পের জন্য হেরেছি। আমি বাগদার মানুষের কাছে আবেদন করছি , এ বার আমাদের প্রার্থীকে জয়ী করুন।’
দু’হাত জড়ো করে পার্থ বলে চলেন, ‘‘আমার দলের কেউ কোনও অন্যায় করে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জন সৈনিক হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর যদি আমি কোনও ভুল করে থাকি, তার শাস্তি আমায় দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়।’’
উল্লেখ্য, সদ্যসমাপ্ত লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মতুয়া অধ্যুষিত বাগদা আসনে জয়ের সম্ভাবনা তুলনায় বেশি হওয়ায় চাহিদাও বেশি ছিল। বিজেপি ওই কেন্দ্রে বিনয় বিশ্বাসকে প্রার্থী করার পর প্রার্থীবদলের দাবিতে পথে নামে পদ্মশিবিরের কর্মীদের একাংশ। বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীদের সমর্থনে উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়েছেন সত্যজিৎ মজুমদার।