Pakistan Prime Minister:করাচিকে জ্বালিয়ে দিল INS বিক্রান্ত , বাঙ্কারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ, দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিম মুনির: সূত্র

0
4

আইএনএস বিক্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত,করাচিতে  ধ্বংসযজ্ঞ

Pakistan: এই রণতরি ‘অ্যাটাক’ করে করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে পুরো। এর আগে ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত ধ্বংস করে দিয়েছিল। ফের আবার করাচিতে এই ভাবে আঘাত হানল ভারত। 

স্থলসেনা-বায়ুসেনা ছিলই। এবার রণাঙ্গনে নৌসেনা। ‘অ্যাকশনে’ রণতরী আইএনএস INS বিক্রান্ত। এই রণতরি ‘অ্যাটাক’ করে করাচিকে প্রায় জ্বালিয়ে দিয়েছে পুরো। এর আগে ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত ধ্বংস করে দিয়েছিল। ফের আবার করাচিতে এই ভাবে আঘাত হানল ভারত।

ইতিমধ্য়েই সিয়ালকোড, রাউলপিন্ডি, পেশোয়ারে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে সন্ধ্যা থেকে রাজস্থান, কাশ্মীর থেকে পঞ্জাবের নানা প্রান্তে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু কিছু করতে পারেনি পাক সেনা।

একের পর এক হামলা। আর সবটাই আটকে দিয়েছে ভারত। চোখ পাকিয়ে তেড়ে এলেও ভারতীয় সেনার আক্রমণের সামনে টিকতেই পারছে না পাক সেনা। ইতিমধ্যেই পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। তালিকায় ইসলামাবাদ, করাচির। সূত্রের খবর, হাঁটু কাঁপতে শুরু করে দিয়ছে পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফের। ইতিমধ্যেই তিনি বাঙ্কারে লুকিয়ে পড়েছেন। 

অন্যদিকে সূত্র মারফত এও জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির। তবে কী পাকিস্তানে এবার সেনা অভ্যুত্থান? জেনারেল শাহরির শামসাদ মির্জা কি পরবর্তী প্রধান? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে একটু আগেই খবর পাওয়া যায় ABY553 এই নম্বরের একটি বাণিজ্যিক বিমান লাহোর থেকে ওড়ার চেষ্টা করছিল। তবে কী তাতে করেই দেশ ছেড়েছেন পাক সেনা প্রধান? ঘুরছে প্রশ্ন।  

ইতিমধ্য়েই সিয়ালকোড, রাউলপিন্ডি, পেশোয়ারে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে সন্ধ্যা থেকে রাজস্থান, কাশ্মীর থেকে পঞ্জাবের নানা প্রান্তে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু, পাকিস্তানের অ্যান্টি ড্রোন সিস্টেমের সামনে আসতেই একেবারে কাটা কলা গাছের মতো নেতিয়ে পড়েছে পাক সমরাস্ত্র।  

Previous articleIndia Pakistan Tension: সরাসরি হামলা পাক রাজধানীতে,  লাহোর-ইসলামাবাদ সহ ৭ শহরে পাল্টা আঘাত ভারতের , সেনার কব্জায় পাক পাইলট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here