দেশের সময় ওয়েবডেস্কঃ অস্কার মঞ্চে তখন এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান বাজছে।
সারা বিশ্ব নাচছে তার তালে। তারপরেই উঠে দাঁড়িয়ে অভিবাদন! গর্বে বুকের ছাতি ফুলে সত্যিই কি ৫৬ ইঞ্চি নরেন্দ্র মোদীর? জানার উপায় নেই। তবে তিনি গর্বিত, একথা প্রকাশ্যে স্বীকার করেছেন। দু-দুটো অস্কার ভারতের মুকুটে। জগৎ সভায় আবার দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত। খুশিতে আপ্লুত প্রধানমন্ত্রী টুইটে অভিনন্দন জানিয়েছেন টিম ‘আরআরআর’ এবং টিম ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’কে।
প্রধানমন্ত্রী টুইটে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি, কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গারকে। লিখেছেন, “অসাধারণ! ‘নাটু নাটু’-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এটি এমন একটি গান যা আগামী প্রজন্মও মনে রাখবে।
এবং সমগ্র টিমকে অভিনন্দন এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য। ভারত উচ্ছ্বসিত এবং গর্বিত। #অস্কার।” অন্য একটি টুইটে, তিনি লেখেন, “এই সম্মানের জন্য @আর্থস্পেকট্রাম, @গুনীতএম এবং ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’-এর পুরো দলকে অভিনন্দন। তাঁদের কাজের যোগ্য মর্যাদা তাঁরা পেয়েছেন।#অস্কার।”
Exceptional!
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
The popularity of ‘Naatu Naatu’ is global. It will be a song that will be remembered for years to come. Congratulations to @mmkeeravaani, @boselyricist and the entire team for this prestigious honour.
India is elated and proud. #Oscars https://t.co/cANG5wHROt
প্রধানমন্ত্রী ছাড়াও সোমবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও টিম ‘আরআরআর’ এবং টিম ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’কে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, “#NaatuNaatu #অস্কার জেতার প্রথম ভারতীয় ও এশিয়ান গান হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। অভিনন্দন @mmkeeravaani garu, চন্দ্রবোস, রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব, @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan এবং পুরো দল। এই অসাধারণ কৃতিত্বের জন্য #RRR-কে অভিনন্দন।”
Congratulations to @EarthSpectrum, @guneetm and the entire team of ‘The Elephant Whisperers’ for this honour. Their work wonderfully highlights the importance of sustainable development and living in harmony with nature. #Oscars https://t.co/S3J9TbJ0OP
— Narendra Modi (@narendramodi) March 13, 2023
এবারের অস্কারের মঞ্চে ভারতীয়দের জোরালো উপস্থিতি। এই দুই পুরস্কার ছাড়াও সঞ্চালনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। যদিও তাঁর নাম ভুল উচ্চারিত হয়েছে বিশ্বমঞ্চে! এসএস রাজামৌলির ‘নাটু নাটু’ ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কার জিতেছে। ‘আরআরআর’ একটি পিরিয়ড ড্রামা। ছবিতে জুনিয়র এনটিআর এবং রাম চরণ যথাক্রমে উপজাতীয় নেতা কোমরাম ভিম এবং আল্লুরি সীতারামা রাজু। কাল্পনিক কাহিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তাঁদের লড়াই মূল গল্প।
অন্য দিকে, ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars-2023) মঞ্চে ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নিল তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)। গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত ছবিটি ফিচার তথ্যচিত্র বিভাগে আগেই মনোনীত হয়েছিল। এবার সেরা শর্ট সাবজেক্ট তথ্যচিত্র হিসেবে ‘অস্কার জয়ী’র শিরোপা উঠল ছবিটির মাথায়। এই বিভাগে এই প্রথম কোনও ভারতীয় ছবি অস্কার পেল।
The Oscar for Best Documentary Short Film goes to 'The Elephant Whisperers' #Oscars #Oscars95 pic.twitter.com/jLG0aqAg3j
— The Academy (@TheAcademy) March 13, 2023
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর সঙ্গেই এই বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি চিত্র পরিচালক শৌণক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes)। সেরা অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছিল আরআরআর ছবির নাটু নাটু গানটি। যদিও মনোনয়ন পর্যন্ত গেলেও শৌণক সেনের ছবিটি অস্কার জিততে পারেনি।
‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিতে তামিলনাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি ছোট্ট অনাথ হাতি রঘুর জীবনের গল্প বলেছেন পরিচালক। রঘুর প্রতি আদিবাসী দম্পতি বোম্মান এবং বেল্লির স্নেহ, যত্ন, ভালবাসার ছবিই ফুটে উঠেছে স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে। ২০২২ সালেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ছবিটি।
পাশাপাশি অস্কারের (Oscars 2023) মঞ্চে ইতিহাস গড়ল ‘নাটু নাটু’ (Naatu Naatu)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা গানের পুরস্কার জিতে নিল আরআরআর ছবির এই গানটি। সংগীত পরিচালক এমএম কীরাবাণী এবং গীতিকার চন্দ্রবোসের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।
এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পর তৃতীয় ভারতীয় হিসেবে অস্কারের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গেল দীপিকাকে। এদিন ‘ভাইরাল’ নাটু নাটু গানটির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন দীপিকা। পুরস্কার অনুষ্ঠানে গানটির লাইভ পারফরম্যান্স শুধু যে উপস্থিত অতিথিদের মন জিতে নিয়েছে তাই নয়, রীতিমতো স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছে সেই পারফরম্যান্স।
এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির নাটু নাটু গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবিতে গানের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছিল ‘নাটু নাটু’। অস্কারের সেরা অরিজিনাল সং বিভাগে গানটি মনোনীত হওয়ার পর থেকেই জল্পনা ছিল, অস্কারজয়ীর খেতাবও পেতে চলেছে ভাইরাল ‘নাটু নাটু।’ সেই জল্পনাই সত্যি হল। রিহানার ‘লিফ্ট মি আপ’ এবং লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’কে পিছনে ফেলে অস্কার ছিনিয়ে নিল নাটু নাটু।
That performance of #NatuNatu set the #Oscars on fire. pic.twitter.com/Nh3t4CznEj
— Ramin Setoodeh (@RaminSetoodeh) March 13, 2023
৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ থেকে এই নিয়ে দুটি অস্কার এল ভারতে। সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে আগেই অস্কার জিতেছে তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এই প্রথম কোনও ভারতীয় ছবি এই বিভাগে অস্কার জিতল। এই বছর নাটু নাটু এবং এলিফ্যান্ট হুইস্পারার্স ছাড়াও সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছিল বাঙালি চিত্র পরিচালক শৌণক সেনের ছবি ‘দ্যাট ব্রিদস’। তবে শেষ পর্যন্ত অস্কার জিততে পারেনি ছবিটি। সেই শিরোপা পেয়েছে ‘নাভালনি’।