ONGC : খনিজ তেলের সন্ধানে মাটি পরীক্ষা শুরু হতে আশায় বনগাঁবাসী

0
699

দেশের সময় বনগাঁ: অশোকনগরের পর এবার বনগাঁয় খনিজ তেলের ভাণ্ডারের হদিশ পেতে রীতিমতো খোঁজখবর নিতে শুরু করেছে ওএনজিসি ( ONGC)। বেশ কয়েকদিন ধরে বনগাঁর বেশ কিছু এলাকায় মাটি খুঁড়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তেল আছে কিনা সেই সন্ধান চালানো হচ্ছে। আর সেখানে খনিজ তেলের ভাণ্ডারের হদিশ পাওয়া গেলে এলাকার উন্নয়নের পাশাপাশি সেখানে কর্মসংস্থানও হবে বলে মনে করা হচ্ছে। আর তার জেরেই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে বনগাঁয় খনিজ তেলের হদিশ পেতে খোঁজখবর শুরু করে দিয়েছে ওএনজিসি (ONGC) । গত মঙ্গলবারের পর বুধবার সকালেও বনগাঁর দেবগড় ও শক্তিগড় এলাকার বেশ কয়েকটি জায়গায় মাটির নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় সংস্থার একদল কর্মীকে। সংস্থার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া না গেলেও এই ঘটনায় আশায় বুক বেঁধেছে বনগাঁ শহরের বাসিন্দারা। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, বনগাঁ এলাকার বেশ কয়েকটি জায়গায় নিয়মিত মাটি পরীক্ষার মাধ্যমে তেলের সন্ধান চালাবে ওএনজিসি (ONGC )।

প্রসঙ্গত,রাজ্যে খনিজ তেল উত্তোলনে বড় সাফল্য পেয়েছে ওএনজিসি (ONGC)। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে খনিজ তেলের ভাণ্ডারের হদিশ পেয়েছিল তারা।

বছর দু’য়েক আগে সরকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেখানে বনগাঁর বেশ কয়েকটি জায়গার উল্লেখ করা হয়। আর সেই নোটিফিকেশন অনুযায়ী সম্প্রতি কাজ শুরু করেছে এই সংস্থা। নমুনা সংগ্রহ করছে তারা। পরীক্ষা করা হচ্ছে মাটি। এদিকে খনিজ তেল পাওয়া যেতে পারে এই খবর পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি এলাকা থেকে তেল উত্তোলন হলে এলাকার উন্নতি হবে।

সাধারণ ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বিমল পাল বলেন, “তেল পাওয়া যাবে কিনা ঠিক জানি না। তবে কয়েকদিন ধরেই অনেক ধরনের লোক এসে মাটি খোঁড়াখুঁড়ি করছিলেন। তারপর এক ইঞ্জিনিয়ারও এসেছিলেন। এখান থেকে মাটি খুঁড়ে কিছুটা পরিমাণ নিয়েও গিয়েছেন বলে জানতে পেরেছি, তাঁদের কথায় মাটির নীচে নাকি একটা তেলের লেয়ার পাওয়া গিয়েছে। তেল পাওয়া গেলে তো খুবই ভালো হয়। এখন দেখা যাক কি হয়।”

এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন,দেবগড় ও শক্তিগড় এলাকার স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি ওএনজিসি (ONGC) সংস্থার একদল কর্মী এসে শহরের বিভিন্ন এলাকায় মাটি থেকে নমুনা সংগ্রহ করছেন তারা। তবে পুরসভার কাছে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোন নোটিফিকেশন নেই ৷ সম্ভবত এই প্রাথমিক স্তরের কাজ শুরু হয়েছে যা বনগাঁ মহকুমাশাসকের তত্ত্বাবধানে রয়েছে বলে ধারণা ৷

অশোকনগরে খনিজ সম্পদের সন্ধান মেলায় খুশি হন স্থানীয় বাসিন্দারা। তবে এবার বনগাঁয় খনিজ তেলের ভাণ্ডারের হদিশ পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার ৷

Previous articleTrinamool MP: তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা নওদায়
Next articleIndian playback singer Kumar Sanu আগামীকাল ” দিওয়ানা মন ” রিলিজ হচ্ছে জানালেন কুমার শানু ! কি বললেন কোরিওগ্রাফার বনগাঁর শ্রীলা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here