Omicron: করোনা মোকাবিলায় তৎপরতা শুরু স্বাস্থ্য দফতরের, ৬টি বিষয় বিশেষ নজরে

0
531

দেশের সময় ওয়েবডেস্কঃ আবার করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকংয়ের মতো দেশে যেভাবে করোনা বাড়ছে, বাকি দেশগুলিকেও সমঝে চলারই পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO’র। ভারতেও ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে RT PCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

২৪ ডিসেম্বর থেকেই এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। সতর্ক দেশের বাকি রাজ্যগুলির মতোই সতর্ক থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গকেও। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ-৭ নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে। ওমিক্রনের উপপ্রজাতির মোকাবিলায় ছ’ দফা কৌশল নেওয়ার জন্য নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

শনিবার সকালে স্বাস্থ্য দফতরের কর্তা-আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যসচিব। সেখানেই ৬টি বিষয়ে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।

* জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে বলা হয়েছে এদিনের বৈঠকে। BF.7 হানা দিয়েছে কি না জানতে একটি সরকারি, তিনটি বেরকারি হাসপাতাল থেকে ৩০টি নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্স বা NIBMG’র সঙ্গে বৈঠকল করার পরামর্শ দেওয়া হয়েছে।


* প্রতি জেলায় সরকারি হাসপাতালে কোভিড ইউনিট কার্যকরী করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতায় যেমন বেলেঘাটা আইডি, এম আর বাঙুরে এই ইউনিট কার্যকর করা হবে। তবে এখন‌ই সব হাসপাতালে কোভিড ইউনিট চালু করার প্রয়োজনীয়তা অনুভব করছে না স্বাস্থ্য দফতর। BF.7 এর দাপট বুঝে ব্যবস্থা নেবে তারা।

* সরকারি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগে SARI’র (সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) উপসর্গযুক্ত রোগীদের কোভিড পরীক্ষা সুনিশ্চিত করার বিষয়ে জোর দিতে বলা হয়েছে।

* আরটি-পিসিআর, অ্যান্টিজেন টেস্টের পরিকাঠামো ত্রুটিমুক্ত করতে হবে। এক লক্ষ কিট কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

* কোভিড হাসপাতালের ভেন্টিলেটরগুলি কাজ করছে কি না তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠক থেকে।

*অক্সিজেন প্ল্যান্টগুলির স্বাস্থ্যপরীক্ষা করতে বলা হয়েছে। প্রসঙ্গত, শনিবারই কেন্দ্রের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ৬টি বিষয়ের উল্লেখ রয়েছে সেখানে। তাতেও অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটরের উপর বিষয় নজর দেওয়ার কথা বলা হয়েছে।

Previous articleBangaon: বনগাঁ-বারাসত নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু হলো শনিবার
Next articleChristmas 2022: বড়দিনের উৎসবে পর্তুগিজ চার্চে সামিল মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here