Omicron: নয়া বিপদ ওমিক্রন! ‘‌ঝুঁকিপূর্ণ দেশগুলিতে নজর রাখুন’‌,নির্দেশ মোদীর

0
451

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার নতুন স্ট্রেন ‘‌ওমিক্রন’‌ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব তথা ভারত। শনিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারি আধিকারিকদের সঙ্গে প্রায দু’ঘন্টা ধরে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এখনও পর্যন্ত যে সমস্ত দেশে এই স্ট্রেনের হদিশ মিলেছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা যাতে সঠিকভাবে হয় তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই পাশপাশি বিদেশে যাতায়াত আগামী দিনে কতটা শিথিল করা হবে, সেই বিষয়টি আধিকারিকদের পর্যালোচনা করে দেখতে বলেছেন তিনি।

এ ছাড়াও মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মানুষকে আরও সতর্ক হতে হবে বলেও বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ যে দেশগুলিতে নতুন সংক্রমণ এবং করোনার ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের উপরে নজরদারি এবং পরীক্ষার উপরে জোর দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, হংকং, বেলজিয়ামের মতো দেশে ওমিক্রন স্ট্রেনের (Covid 19 Variant Omicron) হদিশ মিলেছে৷শুক্রবারই ওমিক্রন স্ট্রেনকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

অন্যদিকে ভারতে এখনও পর্যন্ত করোনার কোন কোন স্ট্রেনের খোঁজ মিলেছে এবং জেনোম সিকোয়েন্সিং-এর জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে তথ্য তুলে ধরেন সরকারি আধিকারিকরা৷

প্রধানমন্ত্রীও বলেন, আন্তর্জাতিক বিমানযাত্রীদের থেকে সংগ্রহ করা নমুনা অবশ্যই জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো উচিত৷ প্রধানমন্ত্রী আরও পরামর্শ দেন, যাঁরা প্রথম ডোজের টিকা নেওয়ার পর এখনও দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের দ্রুত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে৷

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় B.1.1.529 নামের একটি স্ট্রেনের হদিশ মিলেছে। ইতিমধ্যেই এই স্ট্রেনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘‌উদ্বেগজনক’ বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’। বেলজিয়ামেও নতুন করে এই স্ট্রেনটির খোঁজ মিলেছে বলে খবর।‌ ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন, কানাডা, রাশিয়া-‌সহ একাধিক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। জানা গিয়েছে, এটি অন্যান্য স্ট্রেনগুলির তুলনায় বেশি সংক্রামক। ভ্যাকসিনেশনের পরও প্রচুর মানুষকে আক্রান্ত করছে এই স্ট্রেন।

Previous articleNandigram : শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে গ্রেফতারির প্রতিবাদ, বিজেপির ১২ ঘণ্টা নন্দীগ্রাম বনধে মিশ্র সাড়া
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here