NSA Doval meets PM Modi: ফের মোদী-ডোভাল মিটিং , দেশজুড়ে মহড়ার আগে ফের কোনও প্ল্যানিং?

0
10

ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি চরম সংঘাতের আবহ। কয়েক দশক পরে ভারতে যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ নাগরিকদের মক ড্রিল করানোর নির্দেশ এসেছে। ১৯৭১ সালের পরে এই প্রথমবার এমন নির্দেশ। বুধবারের সেই মক ড্রিলের আগে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার অজিত ডোভাল। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বারের জন্য মোদী ও ডোভালের মিটিং হলো।

পহেলগামে জঙ্গি হামলার জবাব দেওয়া হবে বলে আগেই স্পষ্ট করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। তার পর থেকেই দফায় দফায় একাধিক শীর্ষস্তরের বৈঠক হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিন সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে দফায় দফায় একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। ফের মঙ্গলবার সকালে মুখোমুখি হলেন ডোভালের সঙ্গে।

গত সপ্তাতেই মোদী-ডোভাল-চিফ অফ ডিফেন্স স্টাফের বৈঠক হয়েছিল। তার পরেই সেনাবাহিনীকে কাজ করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোথায়, কখন, কী ভাবে আঘাত হানতে হবে তার জন্য সেনাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল।

পহেলগামে জঙ্গি হামলার পরেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য কাজ করছে ভারত। তার সঙ্গেই সামরিক ভাবে জবাব দেওয়ার জন্যও প্রস্তুতি চলছে জোর কদমে।

Previous articleMock Drill যুদ্ধ পরিস্থিতি: নিভে যাবে সব আলো , বাজবে এয়ার রেড সাইরেন, বুধবার বাংলার কোথায় কোথায় মহড়া হবে জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক
Next articleMamata Banerjee‘আমি যতদিন বাংলায় আছি ,কারও গায়ে কোনও স্পর্শ করতে দেব না’  মুর্শিদাবাদে দাঁড়িয়ে বড় বার্তা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here