Northern Lights : সবুজ রঙের আকাশ,ফিনল্যান্ডের সারিসালল্কার আকাশে নর্দান লাইটের আজব খেল, দেখুন ছবি

0
67

আকাশের রং নীল । কিন্তু, কখনও কি সবুজ আকাশ দেখেছেন ? গোধূলিবেলার যে লালচে আভা আকাশজুড়ে দেখা যায়, এ  কিন্তু ঠিক সেরকমও নয় । দেখলে মনে হবে, কেউ যেন তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে গোটা আকাশ। সম্প্রতি, এমনই এক সবুজ আকাশের ছবি তুলেছেন দেশের সময় এর ফোটোগ্রাফার রতন সিনহা। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনদের। এমন ঘটনা কোথায় ঘটেছে?

Northern Lights : রক্তেরাঙা আকাশ,  নর্দান লাইটের আজব খেল, দেখুন ছবি – rare  northern lights aurora borealis explode over in saarisalka Finland glass igloo . photo by – Ratan Sinha.

বিরল উত্তরের আলো অরোরা বোরিয়ালিস বিস্ফোরিত হয় ফিনল্যান্ডের সারিসাল্কা গ্লাস ইগলুতে বুধবার ছবিগুলি তুলেছেন রতন সিনহা ।

কেন সৃষ্টি হয় অরোরা বোরিয়ালিস?

অরোরা বোরিয়ালিসের সাধারণত সুমেরুপ্রভা নামে পরিচিত।  মেরুপ্রভা সাধারণত সৃষ্টি হয় ভূচৌম্বকীয় ঝড়ের সময়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ভারসাম্য কোনওভাবে নষ্ট হয়ে গেলে এই মহাজাগতিক আশ্চর্য ঘটনা ঘটে। এই সময় পৃথিবীর উচ্চ ও নিম্ন অক্ষাংশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে দেখা যায় উজ্জ্বল প্রভার দেখা মেলে। সুমেরুপ্রভা সাধারণত দেখা যায় উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলিতে। দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় দেখা যায় কুমেরুপ্রভাব বা অরোরা অস্ট্রালিস। কখনও কখনও নাতিশীতোষ্ণ এলাকাগুলিতেও দেখা যায় মেরুপ্রভা।

সূর্য থেকে উদ্ভূত সৌর বায়ু কণার মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয় এই ঘটনা। এই কণাগুলি পৃথিবীতে পৌঁছনোর আগে ভ্রমণ করে লাখ লাখ মাইল। এই কণাগুলিকে মেরু অঞ্চলের দিকে পরিচালিত করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে মেরুপ্রভাব এই অনন্য রং। কণাগুলি বায়ুমণ্ডলের কোন গ্যাসের সঙ্গে মিথস্ক্রিয়া ঘটাচ্ছে তার উপরেই নির্ভর করে জ্যোতির রং লাল নাকি সবুজ হবে। মেরুজ্যোতির রং হয় টকটকে লাল হয় যখন নাইট্রোজেনের সঙ্গে মিথস্ক্রিয়া হয়। অন্যদিকে অক্সিজেনের সঙ্গে মিথস্ক্রিয়া হলে মেরুজ্যোতি হয় উজ্জ্বল সবুজ।

Previous articleAccident in Cooch Beharকোচবিহারে গাড়ি দুর্ঘটনা! প্রাণ গেল বিএসএফ জওয়ানের
Next articleHappy Kiss Day 2025 প্রথম চুম্বনের স্মৃতি, মিষ্টি বার্তা পাঠিয়ে সঙ্গীকে শুভেচ্ছা জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here