দেশের সময়: আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা মোদীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন।
২০২০ সালের ১০ ডিসেম্বর নয়া এই সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। চারতলা ভবন বিশিষ্ট এই সংসদ ভবনে একসঙ্গে ১২৮০ জন বসতে পারবেন। সংসদ হলের পাশাপাশি এখানে থাকছে সাংসদদের জন্য বিশাল একটি লাউঞ্জ, লাইব্রেরি, একাধিক কমিটির রুম, খাবারের জায়গা এবং পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা। সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় সংসদ ভবনটি বানানো হয়েছে। ২৬ মে মোদী সরকারের নবম বর্ষপূর্তি। ২০১৪ সালের ওই দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঠিক ছিল, ২৬ মে নয়া সংসদ ভবন উদ্বোধন করা হবে। পরে দু’দিন পিছিয়ে দেওয়া হয়।