Netaji Subhash Chandra Bose: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাল বনগাঁবাসী

0
158

দেশের সময় , বনগাঁ: সারা দেশের সঙ্গে বনগাঁ শহরেও মঙ্গলবার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানো হল। নানা কর্মসূচির মাধ্যমে এদিনের শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেছিল বনগাঁ পুরসভা। উপস্থিত ছিলেন চেয়ারম্যান গোপাল শেঠ সহ পুরসভার কাউন্সিলরেরা।

এদিন সকালে বনগাঁ স্টেশন চত্ত্বরে থাকা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধানুষ্ঠানের সূচনা করেন পুরপ্রধান। এরপর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাঁদের অনুষ্ঠান উপস্থাপন করে। উপস্থিত ছিল জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীও (‌এনসিসি)‌।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন সেনাকর্মীদের উপস্থিতি। এদিন মোট ২৬ জন প্রাক্তন সেনাকর্মী উপস্থিত ছিলেন। দেশের জন্য কাজের স্বীকৃতি হিসেবে এদিন পুরসভার পক্ষ থেকে পুরপ্রধান গোপাল শেঠ তাঁদেরকে সম্মানিত করেন। 

উপস্থিত অতিথিদের অনেকেই নেতাজির ব্যবহৃত বিশেষ টুপির আদলে টুপি পড়েছিলেন। নেতাজির সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছোট ছোট স্কুল পড়ুয়াদের উপহার তুলে দেন পুরপ্রধান। শেষে বিনামূল্যে বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Previous articleBSF: লুঙ্গি-গেঞ্জি পরে গরু পাচারকারীদের সঙ্গে ভারতে ঢুকেছিল বাংলাদেশি জওয়ান
Next articleTmc/ BJP: অঘটন ঘটলে দায়ী থাকবেন বিশ্বজিত, হুংকার দেবদাসের, শীতেও তপ্ত বনগাঁ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here