Neeraj Chopra: সর্বকালের সেরা থ্রো করে নয়া জাতীয় রেকর্ড গড়ে রুপো নীরজের

0
409

দেশের সময় ওয়েবডেস্কঃ ফিনল্যান্ডে ইতিহাস ছুঁলেন ভারতের ‘সোনার ছেলে’! টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা পেয়েছিলেন।৮৭.‌৫৮ মিটার ছুঁড়ে সোনা জিতে নিয়েছিলেন নীরজ। অলিম্পিক পদক জয়ের প্রায় ৩১১ দিন পর প্রথম টুর্নামেন্টে নেমেই রুপো জিতলেন নীরজ। নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে গড়লেন নতুন রেকর্ড।  

ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে জ্যাভলিনে ৮৯.‌৩০ মিটার ছুঁড়ে দ্বিতীয় হলেন। গত বছর মার্চে পাতিয়ালায় নীরজ ৮৮.‌০৭ মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন।

যা এবার নিজেই ভাঙলেন। ফিনল্যান্ডের জ্যাভলিন থ্রোয়ার অলিভার হেলান্ডার ৮৯.‌৮৩ মিটার ছুঁড়ে সোনা জিতলেন। অর্থাৎ নীরজের থেকে মাত্র ০.‌৫৩ মিটার বেশি ছুঁড়েছেন হেলান্ডার।

গত মাসে দোহায় ৯৩.‌২৭ মিটার ছুঁড়েছিলেন অ্যান্ডারসন পিটার্স। ফিনল্যান্ডে তিনি তৃতীয় স্থানে থাকলেন।ফিনল্যান্ডে নীরজ প্রথম থ্রোটি ছুঁড়েছিলেন ৮৬.‌৯২ মিটার। তারপর তিনটি থ্রো বাতিল হয় নীরজের। পঞ্চম থ্রোতে জাতীয় রেকর্ড গড়েন। শেষটায় ৮৫.‌৮৫ মিটার ছোঁড়েন নীরজ। 

টোকিও অলিম্পিক থেকে সোনা জিতে ফেরার পর নীরজ চোপড়া এই প্রথম কোনও টুর্নামেন্টে নামলেন জ্যাভলিন হাতে। সেখানেও নতুন রেকর্ড ছুঁলেন ভারতের ‘সোনার ছেলে’। এদিন প্রথম থ্রোয়ে নীরজের ছোড়া জ্যাভলিন পৌঁছয় ৮৬.৯২ মিটার দূরত্বে। তারপরের থ্রোতেই ইতিহাস তৈরি হয়। শুধু নীরজ নয়, আর কোনও ভারতীয়র ছোড়া জ্যাভলিনই এর আগে এতদূর পৌঁছয়নি।

Previous articleMonsoon : বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে,বৃষ্টি কবে থেকে জানুন
Next articleRathyatra: অতিমারি আবহ কাটিয়ে আবার স্বমহিমায় কোলাঘাট রাধামাধব মন্দিরে রথ, ধুমধাম করে হল স্নানযাত্রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here