Nawsad Siddique: নওশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের মুক্তির দাবিতে রাস্তায় নামল বাম – আইএসএফ সহ ১৮ সংগঠন

0
574

দেশের সময় , কলকাতা: নৌশাদ সিদ্দিকি সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল। বাম, আইএফএস সহ ১৮টি সংগঠনের মিছিল। পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
আগামীকাল ভাঙড়ে একই দাবিতে সমাবেশ।

দাবি নওশাদ সিদ্দিকি সহ বাকিদের মুক্তি। ধর্মতলা চত্বরে পুলিশের সঙ্গে বচসার কারণে গ্রেপ্তার হয়েছিলেন নওশাদ সিদ্দিকি সহ একাধিক আইএসএফ কর্মী। এবার তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাম-আইএসএফ সহ ১৮টি সংগঠন পথে নেমছে মিছিলে। পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত আজ মিছিলে হাঁটছেন তাঁরা। বামপন্থীদের পাশাপাশি আইএসএফ-এর নেতৃত্ববৃন্দরা মিছিলে পা মিলিয়েছেন। 

মিছিল থেকেই মহম্মদ সেলিম বলেন, নওশাদ সিদ্দিকিকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল। পারেনি বলে পুলিশ হেফাজতে নিয়ে ব্রেন ওয়াশ করতে চাইছে। বাম-আইএসএফ-কংগ্রেসের একমাত্র বিধায়ক নওশাদ। দীর্ঘ সময় ধরে তাঁকে আটকে রাখায় ক্ষোভে ফুঁসছে বিরোধী দলগুলি। 

Previous articleValentine’s Day: ভালোবাসায় জড়িয়ে বসন্ত এলো
Next articleAir India-Airbus deal: ঐতিহাসিক চুক্তি: ফ্রান্স থেকে ২৫০টি এয়ারবাস কিনছে টাটার এয়ার ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here