Narendra Modiঅশ্বত্থ পাতায় মোদীর ছবি ! অভিনব পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বিহারের বালি শিল্পী

0
69

বাংলায় সফরের আগে শুক্রবার বিহারে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দলের নেতা-কর্মীরা তো তাঁকে নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্বাগত জানান রাজ্যে। তবে বিহারের খ্যাতনামা স্যান্ড আর্টিস্ট মধুরেন্দ্র  এক অভিনব পদ্ধতিতে তাঁকে স্বাগত জানান।

বিহারের গয়া জি-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে অশ্বত্থ পাতায় তাঁর ছবি খোদাই করেছেন মধুরেন্দ্র। মোদীর সঙ্গে গৌতম বুদ্ধের প্রতিচ্ছবি এবং দুটি ট্রেনের প্রতিচ্ছবিও রয়েছে। এই অভিনব শিল্পকর্ম দিয়েই গয়ার ঐতিহ্য ও প্রধানমন্ত্রীর সফরকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন শিল্পী।

https://x.com/airnews_patna/status/1958542783070839022?t=1AxJAmziYFQM8I_oIZrSeg&s=19

সোশ্যাল মিডিয়ায় মধুরেন্দ্র তাঁর ভিডিও শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘‘গয়া হল শান্তি ও আধ্যাত্মিকতার ভূমি। তাই বুদ্ধমূর্তি ও উন্নয়নের ভাবনাকে একসঙ্গে মিশিয়ে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছি।’’

এদিন বিহারের জনসভা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা জেলে  যাবে, তারা পদে থাকতে পারবে না। পিএম-সিএম বিল নিয়ে বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে বসিয়ে একথা জানিয়ে দেন মোদী।

একইসঙ্গে বাংলার তৃণমূল কংগ্রেস  সরকারকেও স্পষ্টভাষায় হুঁশিয়ারি দেন তিনি। বাংলাকে ইঙ্গিত দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের  দেশ থেকে তাড়ানোর সংকল্পের কথা জানিয়ে দেন। বিহারের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারাও সজাগ থাকবেন যাতে কোনও অনুপ্রবেশকারী আপনাদের হক ছিনিয়ে না নিতে পারে। কোন কোন দল অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে, তাদের চিহ্নিত করুন।

Previous articleKaushiki Amavasya at Tarapithতারাপীঠে কৌশিকী অমাবস্যায় ভক্তের সমাগমে কতটা প্রস্তুত পুণ্যক্ষেত্র
Next articlePM Modi ৩ মিনিটে শিয়ালদহ থেকে ধর্মতলা, তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here