দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তের পরই দেশবাসীর উদ্দেশ্যে টুইট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় টুইটে প্রধানমন্ত্রী বলেন, ”সব সময় আমাদের কাছে জনতার স্বার্থরক্ষাই প্রধান কাজ। মানুষই সবার আগে। আজকের এই সিদ্ধান্তে জ্বালানির দাম হ্রাসে অনেকগুলি বিভাগে ইতিবাচক প্রভাব পড়বে। স্বস্তি নিয়ে আসবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জীবনযাত্রা আরও সহজ হবে।” জ্বালানিতে এক্সাইজ ডিউটি কমানোর এই সিদ্ধান্ত নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
It is always people first for us!
— Narendra Modi (@narendramodi) May 21, 2022
Today’s decisions, especially the one relating to a significant drop in petrol and diesel prices will positively impact various sectors, provide relief to our citizens and further ‘Ease of Living.’ https://t.co/n0y5kiiJOh
উল্লেখ্য, দীর্ঘ কয়েকমাস নাভিঃশ্বাস ধরানোর পর অবশেষে সস্তা হল পেট্রল-ডিজেল। জ্বালানির উপর থেকে কেন্দ্র এক্সাই ডিউটি কমাতেই দাম কমল পেট্রল-ডিজেলের। জানা যাচ্ছে, পেট্রলের উপর থেকে ৮ টাকা ও ডিজেলের উপর থেকে ৬ টাকা এক্সাইজ ডিউটি কম করেছে কেন্দ্র।
এর ফলে অনেকটা দাম কমবে জ্বালানির। এক্সাইজ ডিউটি কমানোর ফলে লিটার পিছু পেট্রল সস্তা হবে সাড়ে ৯ টাকা। অন্যদিকে সস্তা হবে ডিজেলও। প্রতি লিটার পিছু ডিজেলের দাম কমবে প্রায় ৭ টাকা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এর ফলে প্রায় ৯ কোটি মানুষ সুবিধা পাবেন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই এক্সাইজ ডিউটি কম করার কথা ঘোষণা করেন।
এরফলে সাধারণ মানুষ যে বিরাট লাভবান হবে তা বলাই বাহুল্য। কারণ এতদিন জ্বালানির দাম বৃদ্ধির জেরে শুধু যে জ্বালানি খরচ বেড়েছে তাই নয়। গত ৪৪ দিন ধরে কলকাতা সহ সারা দেশে জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি।
কেন্দ্র জ্বালানির উপর এক্সাইজ ডিউটি কমাতেই দাম কমাতেই এবার শহর কলকাতাতেও কমবে দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম শনিবার ছিল ১১৫.১২ টাকা। সেই দাম কমে এবার এসে দাঁড়াবে ১০৫.৬২ টাকায়। একই ভাবে ডিজেলের দাম কলকাতায় ছিল ৯৯.৮৩ টাকা। এক্সাইজ ডিউটি কম করায় নতুন দাম হবে ৯২.৮৩ টাকা।
অন্যদিকে, শুধুমাত্র পেট্রল-ডিজেলের দাম কমানোই নয়। কেন্দ্রের তরফে উজ্জ্বলা যোজনার গ্য়াস সিলিন্ডারেও ভর্তুকি সিলিন্ডার দেওয়া হবে বলে এদিন ঘোষণা করা হয়। সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
উল্লেখ্য, পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে এর আগেই একহাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ”৮০০টা ওষুধের দাম বেড়েছে। ছ’মাস আগেও দাম বাড়িয়েছিল। স্বাস্থ্য থেকে জাতীয় সড়কের টোল, ঢোল থেকে ডোমেস্টিক গ্যাস, পেট্রল-ডিজেল সব কিছুর দাম বেড়েছে।” বিজেপিকে বিঁধে তিনি বলেন, ”কমেছে শুধুমাত্র সৌজন্যের দাম।”