Narendra Modi on Shinzo Abe Shooting: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালনের ঘোষণা মেদীর

0
639

শিনজোর মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ ভারতে, দু’জনের শেষ ছবি শেয়ার করলেন মোদী

দেশের সময় ওয়েবডেস্কঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে একদিনের শোকদিবস পালন করবে ভারত। শনিবার দিনভর দেশজুড়ে পালিত হবে শোকদিবস। শুক্রবার শিনজো আবের জীবনাবসানের পর এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে তিনি জাপানের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন। মোদী লেখেন, “শিনজো আবের প্রতি সম্মান জানিয়ে শনিবার একদিনের জাতীয় শোক পালন করবে দেশ।”

চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কয়েক ঘণ্টা জীবন-মরণ লড়াই চালান তিনি। কিন্তু সেই লড়াইয়ে হার মানলেন ৬৭ বছরের শিনজো ।

’ শুধু তাই নয়, এদিন তাঁদের শেষ তোলা ছবিটিও শেয়ার করেন মোদী। সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা হয় তাঁদের এই ছবি।


সংবাদ মাধ্যম সূত্রের খবর, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় আবেকে লক্ষ্য করে গুলি চলে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ দাবি করেন, গুলি লাগার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। রক্তাক্ত শিনজোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা তাঁকে নিয়ে উদ্বেগ ছিল। গোটা দেশের মানুষ তাঁর তাঁর সুস্থতা কামনা করেন। কিন্তু বাঁচানো যায়নি শিনজোকে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। সেখানেই জীবনাবসান হয় শিনজো আবের। তাঁর হত্যায় শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে বরাবরই ভারত-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোর দিতেন। কিছুদিন আগেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সম্প্রতি তিনি ইন্ডিয়া-জাপান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।”

শিনজো আবের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এদিন টুইটবার্তায় তিনি লেখেন, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ভারত এক নিকট বন্ধুকে হারাল।”

শিনজো আবের স্মৃতিচারণায় রাজনাথ সিং লেখেন, “২০১৯ সালে জাপানে সফরে শিনজো আবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তাঁর সুযোগ্য নেতৃত্ব আমায় অনুপ্রাণিত করেছিল। সুস্থ এবং সুন্দর পৃথিবীর গড়ে তোলার চমৎকার ভিশন ছিল তাঁর। বিশ্ব তাঁকে মনে রাখবে একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।”

Previous articleCoronavirus Updates:দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে !বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র
Next articleAmarnath Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড অমরনাথ!১৫ হাজার পূণ্যার্থী উদ্ধার, মৃত ১৫, নিখোঁজ এখনও অন্তত ৪০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here