Narendra Modi: কলকাতায় মোদী,রবিতে তিন জেলায় পরপর ৪টি জনসভা

0
278

দেশের সময় কলকাতা : লোকসভা নির্বাচনের প্রচারে ফের বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ৭টা ৪৮ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি।

শনিবার তিনি রাত্রিবাস করবেন রাজভবনে। রবিবার রাজ্যের তিন জেলায় চারটি জনসভা করবেন মোদী।

সোমবার চতুর্থ দফা ভোট। তার ঠিক আগেরদিন থেকে পঞ্চম দফা ভোটের প্রচার শুরু করবেন মোদী। আগামিকাল আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন। 

দলীয় সূত্রে খবর, রবিবার সকাল ১১টায় প্রথমে জগদ্দলে বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচার করবেন তিনি। বেলা ১২টায় চুঁচুড়ায় হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে জনসভা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন পুরশুড়ায়। আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগড়ের হয়ে প্রচার করবেন। সবশেষে হাওড়া কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে জনসভায় হাজির থাকবেন তিনি।

মোদী যে চার কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই চার কেন্দ্রেই আগামী ২০ মে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, মোদীর সভার আগের দিনই হুগলিতে জনসভা করেছেন ‘দিদি’। শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সপ্তগ্রাম বিধানসভার ডানলপ ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleMamata Banerjee ‘পাশে বসাও পাপ, আমি বাবা আর রাজভবনে যাব না,’ রাজ্যপালের পদত্যাগ দাবি মমতার
Next articleDesher Samay epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here