Narendra Modi:দেশের নারীশক্তি পাশে থাকলে জয় অবশ্যম্ভাবী,হিন্দি-ভূম জিতেই লোকসভার সুর বাঁধলেন মোদী, দিলেন ২৪-এ হ্যাটট্রিকের গ্যারান্টি

0
151

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার মোদীকে একেবারে অন্যরকম সাজে দেখা গেল। কালো কোট, চোখে চশমা- পোশাকেই ছিল অভিনবত্বের ছাপ। তিন রাজ্যে বিজেপির জয়ের পর যে নরেন্দ্র মোদী বিশেষ বার্তা দেবেন, তা একপ্রকার স্পষ্টই ছিল। সেই মোতাবেক এদিন লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি।

ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে অভাবনীয় জয় পেয়েছে বিজেপি। রবিবার এই জয়ের কৃতিত্ব মা-বোনেদেরই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে বক্তৃতা দিতে গিয়ে নমো বলেন, “নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মহিলাদের মনে শুধুই বিজেপি।”

এদিন ৩ রাজ্যে জয়ের পর নারীশক্তিরই আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নারীশক্তি পাশে থাকলে জয় অবশ্যম্ভাবী বলেও জানান প্রধানমন্ত্রী। তাই নারীশক্তির বিকাশ ঘটানো বিজেপির অন্যতম লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “আজকের বিশেষ দিনে নারীশক্তির আহ্বান জানাচ্ছি। নারীশক্তির বিকাশই বিজেপির বিকাশ মডেলের এক মহত্বপূর্ণ স্তম্ভ।” তাঁর জমানায় নারীশক্তির জয়জয়কার হয়েছে জানিয়ে দেশের মহিলাদের কাছে অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদীর গ্যারান্টি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, যুবক এবং মহিলাদের মন পাওয়াই আপাতত বিজেপির অন্যতম লক্ষ্য।

একইসঙ্গে কৃষকদের উন্নয়নের কথাও শোনা যায় মোদীর কণ্ঠে।

মঞ্চে উঠেই নতজানু হয়ে প্রনাম করেন মোদী। তিনি বলেন, ‘ আজ ‘সব কা সাথ সবকা বিকাশের’ ভাবনা জিতেছে। আজ সততা জিতেছে। সমস্ত ভোটারদের প্রনাম করি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মানুষ বিজেপিকে ভালোবাসা দিয়েছে। তেলঙ্গানাতেও বিজেপির প্রতি সমর্থন প্রতিনিয়ত বাড়ছে। আমাদের সকলের সৌভাগ্য যে এত ভালোবাসা পেয়েছি, বিশ্বাস পেয়েছি। এরপর আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আজও আমার মনে এই ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে দেশকে জাতি দিয়ে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। আমি বলেছিলাম ৪ জাতি আমার জন্য সবথেকে বড়। নারী, যুবক, কৃষক এবং গরিব পরিবাররা আমাদের উপর ভরসা রেখেছে। এই চার জাতিকে শক্ত করলেই দেশ শক্ত হবে। এই চার জাতিই বিজেপির উপর ভরসা রেখেছে। এই জয়ে মহিলারা নিজেদের জয় দেখছেন।’

তিনি বলেন, ‘আজকের হ্যাট্রিক ২৪-এর হ্যাট্রিককে নিশ্চিত করেছে। অনিয়ম, তোষণ এবং পরিবারতন্ত্র নিয়ে সাধারণ মানুষ জিরো টলারেন্স নীতি নিয়েছে। কেন্দ্র সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানুষ সমর্থন করছে।’ সরাসরি উল্লেখ না করেও এজেন্সি রাজনীতির দাবি করা সমস্ত রাজনৈতিক দলগুলিকে সপাট জবাব দেন মোদী। তিনি বলেন, ‘দুর্নীতি বিরুদ্ধে মানুষ ভোটবাক্সে জবাব দিয়েছে।’

নাম না করে INDIA জোটকেও নিশানা করেছেন মোদী। তিনি বলেন, ‘যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে জোট বাঁধছে তাদের জবাব দেবে মানুষ।’ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথাও তুলে ধরেন মোদী। তিনি বলেন, ‘আপনার স্বপ্ন আমার সংকল্প। আপনাদের স্বপ্ন পূরণ আমাদের সংকল্প, তপস্যা। আজ গ্রামে গ্রামে অপটিক্যাল ফাইবার পৌঁছেছে। সমস্ত গরিব মানুষকে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রত্যেকবাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। আজ দেশ এগিয়ে যাচ্ছে। পিছনে হঠতে আমি শিখিনি।’

এদিন ভারতের উন্নয়নের কথা শোনা যায় মোদীর কণ্ঠে। ‘মোদীর গ্যারান্টি’ দেশের সফলতার গাড়ি হবে বলেও জানান নমো। তিনি আরও বলেন, ‘যেখানে সকলের গ্যারান্টি শেষ হয়। সেখানে মোদীর গ্যারান্টি শুরু হয়।’

এদিনের জয় ‘ঐতিহাসিক’, ‘চারটি জাতির জয়’ এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’ ভাবনার জয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার জাতি বলতে প্রধানমন্ত্রী মহিলা, যুব, কৃষক ও দরিদ্র সম্প্রদায়ের কথা বলেন। এবার এই চার জাতিকে দেওয়া প্রতিশ্রুতি বিজেপি পূরণ করবে বলেও গ্যারান্টি দেন নমো। তিনি বলেন, “এই জয়ে আমার দায়িত্ব আরও বাড়ল।

১০০ শতাংশ প্রতিশ্রুতি পালন করবে বিজেপি। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।” তিনি আরও বলেন, “যেখানে আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়। বিধানসভা ভোটের প্রচারে ইতিবাচক এমন হাওয়া হয়েছিল, তার সুফল আজ গোটা দেশ দেখছে। ১৪০ কোটির ভারতীয়র বিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে। যারা আমাদের দূরে রয়েছে তাদের কাছে পৌঁছতে হবে। যাদের সন্দেহ রয়েছে, তাদের বিশ্বাস বাড়াতে হবে। বিজেপির দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে।”

কেবল এই ৩ রাজ্য নয়, বিজেপির জয়যাত্রার রথ এগিয়ে চলবে এবং দূর-দূরান্ত পর্যন্ত জয়যাত্রা পৌঁছবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

Previous articlePM Modi-Mary Millben: ‘শ্রেষ্ঠ নেতা মোদী’, তিন রাজ্যে বিজেপির জয়ের পর মার্কিন গায়িকার অভিনন্দন প্রধানমন্ত্রীকে
Next articlePicnic spot: খুব দূরে নয়, আবার গেলে মন ভরে যাবে, এমন জায়গা চড়ুইভাতির জন্য : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here