অর্পিতা বনিক, বনগাঁ: বর্ষায় ঘরে বসে মন খারাপ লাগছে গানের সুরে ভেসে যেতে পারেন ইছামতির শহরে৷
বনগাঁ থেকে কলকাতা শহুরে পেশাদার স্টুডিয়োয় ডাক পাওয়ার গল্পটা যেন রূপকথা! মা সোনীয়া চ্যাটার্জি উপলব্ধি করেছিলেন নম্রতার গানের প্রতিভা। নিজের ফেসবুক ও ইউ টিউব অ্যাকাউন্ট থেকে ২০২১ সালে নম্রতার খালি গলায় গাওয়া ” গান গুলি পোস্ট করেন তিনি। যা ভাইরাল হয়। রীতিমতো প্রশংসা কুড়োয় নেট দুনিয়ায়। দেখুন ভিডিও
সম্প্রতি একটি টিভি চ্যানেলে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং মান্না দে-র মত কিংবদন্তী শিল্পীদের গান গেয়ে দর্শকদের মন কেড়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর শিমুলতলার এই শিশু শিল্পী নম্রতা চ্যাটার্জি ৷
নম্রতার মা সোনিয়া ও বাবা কাজল চ্যাটার্জি র কথায় ইছামতি নদীর তীরে আমরা থাকি ৷ নদীর স্রোতের সুর নম্রতা শুনেছে আমরা আশাবাদী আগামী দিনে নম্রতা বনগাঁর মুখ রক্ষা করবে ৷ বনগাঁবাসী গান প্রিয় তাঁদের আশীর্ব্বাদ নম্রতাকে গানের জগতে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ৷