Bhatpara আকাশ-ভিকির পর এবার অশোক! ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে পুরনো শত্রুতা দেখছে পুলিশ দেখুন ভিডিও

0
149

দেশের সময় , ভাটপাড়া : সাত সকালে গুলি চলল ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে।  তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার সকালে অশোক সাউ যখন বাজার করতে বেরিয়েছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে।কিন্তু পরে তাঁর মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। থমথমে এলাকা। দেখুন ভিডিও

স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজির শব্দ শুনতে পান এলাকার লোকজন। থানা চত্বরে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনাকয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি।

অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এখানেই শেষ নয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে দেয় দুষ্কৃতীরা। চায়ের দোকানদারের দাবি, দোকানে খুব ভিড় ছিল। তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন। হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে। তিনি বলেন, ‘‘কিছু বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন। তাঁর গায়ে গুলি লেগেছে। আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে।’’ যদিও কে বা কারা এর পিছনে রয়েছেন, তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, রাস্তা থেকে বোমাবাজি করতে চায়ের দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দোকানে ভাঙচুর চালিয়ে এবং তৃণমূল নেতাকে গুলি করে তারা পালিয়ে যায়।

গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা। যদিও এখনও অভিযুক্তদের খোঁজ মেলেনি। অন্য দিকে, শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জখম তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, বুধবার নৈহাটি বিধানসভায় উপনির্বাচন চলছে। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তার মধ্যে ভাটপাড়ায় ওই গন্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতা অশোককে।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে এক বার অশোকের উপর হামলা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘‘তিন জন চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করে।

স্থানীয়দের দাবি, একটি বোমাও ছোড়া হয়। অশোকবাবুর পিঠে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাোওয়া হয়।’’ কিন্তু পরে তাঁর মৃত্যুর খবর মিলেছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।’’

Previous articleEskaymovies এক সঙ্গে১৮ টি বাংলা ছবি মুক্তির দিন ঘোষণা করল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ : দেখুন ভিডিও
Next articleMamata Banerjee in Darjeeling ‘ডার্লিং‌-চার্মিং’, দার্জিলিং চিড়িয়াখানার দুই স্নো লেপার্ডের নাম রাখলেন মমতা , নামকরণ হল পান্ডা শাবকদেরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here