নতুন করে উত্তেজনা হেস্টিংসে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। হেস্টিংসে উপস্থিত ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ এবং দলের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী।
হাওড়ার ফোরশোর রোডে নতুন করে উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা প্রতিবাদীদের। পাল্টা লাঠিচার্জ পুলিশের। ব্যবহার করা হচ্ছে জলকামানও।
দেশের সময় , কলকাতা: জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার। নিয়ে যাওয়া হল হাসপাতালে।
দেখুন ভিডিও
বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন চন্ডীতলার এক সার্কল ইনস্পেক্টর (সিআই)। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া বিক্ষোভকারীদের একাংশের। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ।
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনকারীদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। এই পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাঁর সাফ কথা, পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব!
নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া ব্রিজে। আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ।
নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সাঁতরাগাছিতে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। তাতে মাথা ফাটল র্যাফের একজনের। আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী।
নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বলেন, “কিসের অরাজনৈতিক আন্দোলন? উদ্যোক্তারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাঁরা আরএসএস। তার পরেও কারা এটাকে অরাজনৈতিক আন্দোলন বলছেন।”
প্রদীপ ঘোড়ুই। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। নবান্ন অভিযানে এসে গ্রেফতার। ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান থাকলেও তিনি ছাত্র নন। জানালেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর কথায়, “শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। কিন্তু কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল, তা বুঝতে পারিনি।”
ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, “দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ।” বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। কারও কারও হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা নবান্নে যেতে চান। কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে।