দেশেরসময় ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল এই মিছিলের। কিন্তু সাঁতরাগাছি আসার পথেই আলিপুরে গ্রেফতার করে নেওয়া হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাতেও যেন ঝাঁঝ কমল না। সাঁতরাগাছির মিছিল থেকে রণংদেহি মেজাজ দেখাল বিজেপি। বিরাট জমায়েতকে নিয়ন্ত্রণ করতে জলকামান, টিয়ার গ্যাসের শেলছুড়ছে পুলিশ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (দুপুর দু’টো) সাঁতরাগাছির পরিস্থিতি কার্যত রণক্ষেত্র।
বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে সাঁতরাগাছির মিছিল এগোতে থাকে ব্যারিকেডের দিকে। কাছাকাছি পৌঁছতেই শুরু হয় সংঘর্ষ। বিজেপি কর্মীদের দিক থেকে পুলিশের দিকে উড়ে যায় বোতল, ইট। এমনকি বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যেতে দেখা যায় তাঁদের। এরপরই জলকামান চালাতে শুরু করে পুলিশ।পরিস্থিতি যখন এমনই তখন আশপাশের সার্ভিস রোড থেকে ছোট ছোট জমায়েত পুলিশের দিকে ইট-পাথর ছুড়তে শুরু করে। এরপরই ব্যারিকেড টপকে বিজেপি কর্মীদের দিকে ধেয়ে যায় বিরাট বাহিনী।
পরিস্থিতি যখন এমনই তখন আশপাশের সার্ভিস রোড থেকে ছোট ছোট জমায়েত পুলিশের দিকে ইট-পাথর ছুড়তে শুরু করে। এরপরই ব্যারিকেড টপকে বিজেপি কর্মীদের দিকে ধেয়ে যায় বিরাট বাহিনী।
পুলিশের ঝাঁক ছুটে আসছে দেখেই বিভিন্ন গলিতে জটলা করে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। তারপর শুরু হয় ব্যাপক ধরপাকড়। দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত খবর, সাঁতরাগাছিতে ব্যাপক উত্তেজনা রয়েছে। র্যাফ এবং কমব্যাট ফোর্স