দেশের সময় ওয়েবডেস্কঃ এই বছর পুজোয় কোনও কোভিডবিধি নেই। দু’বছর পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে বঙ্গবাসী। তাই নিরাপত্তাও থাকছে জোরদার। নবান্নের তরফে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পুজোয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য বদ্ধপরিকর নবান্ন।
নবান্নের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দ্বাদশী, লক্ষ্মীপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত থাকবে কড়া নিরাপত্তা। ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম থেকে চোখ থাকবে নবান্নের। কবে কে দায়িত্বে থাকবেন, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নবান্ন। ৩০সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পুজোর ছুটি থাকবে ৷ এই সময় নবান্নে খোলা থাকবে কন্ট্রোল রুম। দুটো শিফটে কর্মীরা ডিউটিতে থাকবেন। সকাল ৮ থেকে রাত ৮টা ও রাত ৮ টা থেকে সকাল ৮টা দুই শিফট চলবে।
কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২২১৪ ৫৬৬৪
জেলা ও রাজ্যের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছুটির মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।