Myanmar Earthquakeফের ভূমিকম্প মায়ানমারে

0
23

শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পরও দমেনি বিপর্যয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮:৫৭ মিনিটে (IST) আবারও কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্প ইতিমধ্যেই মায়ানমারকে মৃত্যুপুরীতে পরিণত করেছে।

মান্দালয় অঞ্চলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। সেই কম্পনের প্রভাব লেগেছে থাইল্যান্ডেও। বহুতল ভেঙে পড়েছে, প্রাণহানি হয়েছে কয়েক হাজার মানুষের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। শুধু মায়ানমার-থাইল্যান্ড নয়, মঙ্গলবার ভোর ২:৫৮ মিনিটে (IST) ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেও। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেলে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মায়ানমার, থাইল্যান্ড ও পাকিস্তানে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আফটারশক হতে পারে, যা আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মায়ানমারে ৭.৭ মাত্রার কম্পনে ২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফের কম্পন অনুভূত হয়েছে, বাড়ছে আতঙ্ক, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েই যাচ্ছে। 

Previous articleEditor’s Choice Pic of the Day, Childhood: pictureby- Ajoy Dutta
Next articleWeather Update: আজ ৩ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, চলবে কতদিন?‌ গরম থেকে মিলবে মুক্তি?‌ রইল আবহাওয়ার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here