বসন্তের মরশুম চলছে। বসন্ত মানেই ভালোবাসা ও উৎসব। যে কোনও উৎসবেই গান এক অপরিহার্য অঙ্গ; বিশেষত বাঙালীর কাছে। তাই এই বসন্তে আপামর বাঙালিকে দেশের সময় -এর তরফে সুরের উপহার দিতে ‘সত্যি শোন’ (Sotty Shon) ‘ মিউজিক ভিডিয়ো মুক্তি পেল। (১৯ মার্চ ‘ ২০২৪):- ‘দেশের সময়’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
দেখুন মিউজিক ভিডিও ‘সত্যি শোন’ (Sotty Shon)
‘দেশের সময়’ (DESHER SAMAY) – নিবেদিত, পার্থ সারথি নন্দী নির্দেশিত, ‘দেশের সময়’ প্রযোজিত নতুন বাংলা মিউজিক ভিডিও ‘সত্যি শোন’ ।
সঙ্গীত পরিচালক সম্রাট তরফদার জানান, মিউজিক ভিডিও ‘সত্যি শোন’-তে গান গেয়েছেন কণ্ঠসঙ্গীত শিল্পী সোমনাথ বিশ্বাস ও নেহা মন্ডল ।গীতিকার অমর্ত্য বিশ্বাস, যন্ত্রসঙ্গীতে রয়েছেন মৈনাক বিশ্বাস। গানটি রেকর্ডিং হয়েছে “মিরর স্টুডিও “(Mirror Studio) তে । সঙ্গীত আয়োজন করেছেন সম্রাট তরফদার ।
পোস্টার ও মিউজিক ভিডিও অ্যালবাম ও সঙ্গীত প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‘দেশের সময়’ -এর তরফে জানানো হয়েছে, “এই মিউজিক ভিডিও অ্যালবামে গানের সাথে অভিনয় করতে দেখা যাবে মডেল অর্পিতা ‘কে।”
সংগীত শিল্পী সোমনাথ বিশ্বাস ও নেহা-র থেকে এই নতুন গানের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তাঁরা জানান, এই গানটি তাঁদের নিজেদেরও বেশ পছন্দ হয়েছে এবং সুযোগ পেলে বিভিন্ন জায়গায় গাওয়ার ইচ্ছা রয়েছে।
মেক আপ আর্টিস্ট – অঙ্কিতা বনিক (Blissful Touch Studio & Academy ) বলেন, দেশের সময় -এর এই উদ্যোগকে স্বাগত জানাই । শহরতলিতে এই ধরনের কাজের সুযোগ খুবই কম । সেখানে নতুনদের জন্য এটা বড় পাওনা ।
দেশের সময় পত্রিকার কর্ণধার রমন ভৌমিক জানান,১৭ মার্চ, রবিবার মিউজিক ভিডিও টির শুটিং শুরু হয় এবং ১৯ মার্চ মঙ্গলবার মিউজিক ভিডিওটি মুক্তি পেল। তিনি আরও জানান ,আগামী এপ্রিল মাসে আরও কয়েটি নতুন মিউজিক ভিডিও -র কাজ শুরু হচ্ছে। “আমাদের মূল লক্ষ্য হল নতুন সঙ্গীত প্রতিভা ও কাজের সুযোগ খুঁজে বের করা” । আমাদের উদ্যেশ্য শুধু খবর পরিবেশন করা নয় । বিভিন্ন খবরের পাশাপাশি শহর ও শহরতলির অলি – গলিতে অনেক প্রতিভা লুকিয়ে আছে যাঁদের মধ্যে কেউ সংগীত , নৃত্য শিল্পী বা অভিনয় জগতে নিজেকে সামিল করার স্বপ্ন দেখেন । তাঁদেরকে খুঁজে বার করে তাঁদের পথ প্রদর্শক হওয়ার প্রয়াস শুরু করল ‘দেশের সময়’ ।
“অভিনয়ের জন্য অভিনেতা – অভিনেত্রীর প্রয়োজন।” আগ্রহীরা যোগাযোগ করতে পারেন—desharsamay@gmail.com-এ। অবশ্যই দুটি ছবি সহ নিজের ফোন নম্বর লিখে এই মেইল আইডিতে যোগাযোগের জন্য ‘দেশের সময় ‘ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।