Music শনিবাসরীয় সন্ধ্যায় সপ্তক মিউজিক স্কুলের ভিন্ন মাত্রার সংগীত অনুষ্ঠান বনগাঁয়: দেখুন ভিডিও

0
17
অর্পিতা বনিক ,দেশের সমযয়

বনগাঁ : সপ্তক মিউসিক স্কুলের পরিচালনায় শনিবার সন্ধ্যায় ভিন্ন মাত্রার একটি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হল বনগাঁর টাউন হল ময়দানে ।

এদিন বনগাঁর বিশিষ্ট সংগীত শিল্পী নির্মল বিশ্বাস’কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় সপ্তকের পক্ষ থেকে । তাঁকে সম্মানিত করেন সপ্তকের প্রশিক্ষক নন্দিতা চৌধুরী।

তিনি জানান বর্তমানে আমাদের স্কুলের  পাঁচটি শাখা রয়েছে, বিভিন্ন শাখা থেকেই ছেলেমেয়েরা এদিন এখানে অনুষ্ঠান পরিবেশন করেছেন, তাদের অভিভাবকেরাও এদিন উপস্থিত ছিলেন৷ প্রতিবছর সপ্তকের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এমনই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়৷ এভাবেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শনিবাসরীয় সন্ধ্যায় গানে গানে মেতে রইলেন সকলে । দেখুন ভিডিও

হেমন্তের সন্ধ্যায় সপ্তক আয়োজিত ” সংগীত ” অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমৎকার অনুষ্ঠান উপস্থাপন করেন। প্রশিক্ষক নন্দিতা চৌধুরী বনগাঁর মেয়ে বাংলা গানের নানা ধারার প্রতি তাঁর সমান দক্ষতা । দির্ঘদিন ধরে তার অভিজ্ঞতা দিয়ে ছোটদের কে গানের তালিম দিয়ে গড়ে তুলছেন সংগীত শিল্পী হিসেবে ।  তারই ঝলক ধরা পড়ল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে । এই জন্যই হয়ত অনেকেই বলেন  ইছামতীর শহর বনগাঁ । সংস্কৃতির শহর সংস্কৃতির শহর বনগাঁ।

Previous articleলালবাজারের কাছে বৈদ্যুতিন সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ড!আগুন সামলানোর চেষ্টায় দমকলের ২৩টি ইঞ্জিন
Next articleআন্দোলনকে আরও জোরদার করতে ঠাকুরনগরের পর কলকাতাতেও অবস্থান বিক্ষোভ মতুয়াদের ,মমতাবালার সঙ্গে ফোনে কী কথা হল অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here