

বনগাঁ : সপ্তক মিউসিক স্কুলের পরিচালনায় শনিবার সন্ধ্যায় ভিন্ন মাত্রার একটি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হল বনগাঁর টাউন হল ময়দানে ।

এদিন বনগাঁর বিশিষ্ট সংগীত শিল্পী নির্মল বিশ্বাস’কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় সপ্তকের পক্ষ থেকে । তাঁকে সম্মানিত করেন সপ্তকের প্রশিক্ষক নন্দিতা চৌধুরী।

তিনি জানান বর্তমানে আমাদের স্কুলের পাঁচটি শাখা রয়েছে, বিভিন্ন শাখা থেকেই ছেলেমেয়েরা এদিন এখানে অনুষ্ঠান পরিবেশন করেছেন, তাদের অভিভাবকেরাও এদিন উপস্থিত ছিলেন৷ প্রতিবছর সপ্তকের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এমনই সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়৷ এভাবেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শনিবাসরীয় সন্ধ্যায় গানে গানে মেতে রইলেন সকলে । দেখুন ভিডিও

হেমন্তের সন্ধ্যায় সপ্তক আয়োজিত ” সংগীত ” অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমৎকার অনুষ্ঠান উপস্থাপন করেন। প্রশিক্ষক নন্দিতা চৌধুরী বনগাঁর মেয়ে বাংলা গানের নানা ধারার প্রতি তাঁর সমান দক্ষতা । দির্ঘদিন ধরে তার অভিজ্ঞতা দিয়ে ছোটদের কে গানের তালিম দিয়ে গড়ে তুলছেন সংগীত শিল্পী হিসেবে । তারই ঝলক ধরা পড়ল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে । এই জন্যই হয়ত অনেকেই বলেন ইছামতীর শহর বনগাঁ । সংস্কৃতির শহর সংস্কৃতির শহর বনগাঁ।





