Music”রবীন্দ্র- নজরুল স্মরণ” মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট ও রবীন্দ্র ভারতী প্রাক্তনী সংসদের উদ্যোগে : দেখুন ভিডিও

0
149
সৃজিতা শীল কলকাতা

দেশের সময়: আমাদের সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিকল্প নেই । এক নান্দনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার দুই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ও নজরুল কে রবির সন্ধ্যায় স্মরণ করলেন মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট ও রবীন্দ্র ভারতী প্রাক্তনী সংসদের সদস্য-সদস্যারা ।

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানে এদিন জমে উঠেছিল কলকাতার বাগবাজারের ফণীভূষণ মঞ্চ । এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় শুভঙ্কর ভাস্কর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন দেবাশিস মন্ডল, কলকাতা কর্পোরাশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ। সকল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দারুণ এক সন্ধ্যা কেটেছে সংগীতপ্রেমীদের।

বাংলা সাহিত্যের প্রধান দুই দিকপাল রবীন্দ্রনাথ ও নজরুল। বাংলা সাহিত্যকে মধ্যযুগের সামাজিক মননকাঠামো থেকে মুক্ত করে ভারতীয় নবজাগরণকে বিরাট বিস্তৃতিতে ছড়িয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর নজরুল সেই ধারারই এক বলিষ্ঠ প্রতিনিধি। দর্শনগত কিছুটা ভিন্নতা সত্ত্বেও এই দুই মানবতাবাদী লেখকের মধ্যে ছিল শ্রদ্ধার-স্নেহের এক মধুর সম্পর্ক, যার ভিত্তি ছিল পরস্পরের গুণের প্রতি স্বীকৃতি ও সমাদর। তাই আজও বাঙালির সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিকল্প নেই । দেখুন ভিডিও

রবিবার সন্ধ্যায় বাগবাজারের ফণীভূষণ মঞ্চে এই নান্দনিক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার দুই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ও নজরুল কে কবিতা নৃত্য ও সংগীতে স্মরণ করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট ও রবীন্দ্র ভারতী প্রাক্তনী সংসদ ।সংগীত শিল্পী দর্শক আসন ছিল সংগগীত প্রেমীতে পরিপূর্ণ ।

Previous articleRumour about Kidnappers ছেলেধরা সন্দেহে গণপিটুনি,থানায় অভিযোগ নেই, প্রচারে জোর বাড়াল পুলিশ
Next articleMamata Banerjee: ‘আমি টাকা তোলার মাস্টার চাই না ,এ বার কি রাস্তা ঝাঁটও দেব আমি?’, নবান্নে ডেকে এনে তুলোধনা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here