Mumbai Blasts: ‘মোস্ট ওয়ান্টেড’ আবু বকর ধরা পড়ল আরব আমিরশাহিতে

0
883

দেশেরসময় ওয়েবভেস্কঃ বিদেশের মাটিতে বড়সড় সাফল্য পেল ভারতীয় গোয়েন্দা সংস্থা। ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল বোমা বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত পড়ল সংযুক্ত আরব আমিরশাহিতে। অভিশপ্ত সেই দিনটায় মুম্বই জুড়ে ১২টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের, আহত ৭১৫। ধৃত জঙ্গি আবু বকর দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে খবর। পাক অধিকৃত কাশ্মীরে আগ্নেয়াস্ত্র এবং বোমা বিস্ফোরণের অনুশীলন, আরডিএক্স জোগাড় এবং দাউদের বাড়ি বসে নাশকতার ছক কষা সহ একাধিক অপরাধে অভিযুক্ত সে। 

মুম্বই বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রীদের একজন এই আবু বকর বলে ভারতীয় গোয়েন্দাদের দাবি। পাকিস্তান এবং আরব আমিরশাহিতে পালা করে বসবাস করছিল সে। ভারতীয় গোয়েন্দা সংস্থার ইনপুট পেয়েই তাকে পাকড়াও করা হয়। এর আগেও আমিরশাহিতে আবু বকরকে ধরা হয়েছিল। কিন্তু নথি সংক্রান্ত গোলমালে ছেড়ে দিতে হয়। 

গোয়েন্দা সংস্থার শীর্ষস্তরের সূত্র বলছে, আবু বকরকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে গোয়েন্দা সংস্থা। ২৯ বছর ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গির নাগাল পাওয়া গেল অবশেষে। আবু বকরের পুরো নাম আবু বকর আবদুল গফুর শেখ। দাউদের কাছের লোক মহম্মদ এবং মুস্তাফা দোসসার সঙ্গে স্মাগলিং দিয়ে শুরু। আরব দেশ থেকে সোনা, জামাকাপড়, ইলেট্রনিক্স প্রোডাক্ট স্মাগলিং থেকে জঙ্গি কার্যকলাপে ঢুকে পড়া। ১৯৯৭ সালে এর নামে রেড কর্নার নোটিসও জারি হয়।       

Previous articleবনগাঁয় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই জেলায় জেলায় অসন্তোষ
Next articleHappy Saraswati Puja 2022: শুভ সরস্বতী পুজো! WhatsApp, Instagram, Facebook-এর মাধ্যমে শেয়ার করুন শুভেচ্ছা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here