Mousumi Hossain singer:কবিতায় সুর বসিয়ে গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করছেন সংগীত শিল্পী মৌসুমী হোসেন: দেখুন ভিডিও

0
151
অর্পিতা বনিক দেশের সময়

কথা, সুর আর বাদ্যযন্ত্রের সমন্বয়ে শিল্পীর কন্ঠে যখন শ্রুতিমধুর শব্দসুর তৈরি হয়, তখন তা আমাদের কাছে একটি পরিপূর্ণ গান হিসেবে পরিচিতি পায়। এই গান সৃষ্টির ব্যাপারে কথা আগে না সুর আগে- এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। তবে চিরাচরিত নিয়মে লেখক লেখার পর সেই লেখায় সুরের সৃষ্টি করা হয়। তবে এর ব্যতিক্রমও হয় অনেকবার। অনেক সুরকারের মনে আগে সুর আসে, তারপর সেই সুরে কথা বসানো হয়। তা সে সুর আগে হোক আর কথা আগে হোক, শ্রুতিমধুর হলেই গানটি সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

কবিতা থেকে গানের ভাবনাটা নতুন কিছু নয়। অনেক কাল আগে থেকেই কবিতা থেকে গান তৈরির চেষ্টা চলে আসছে। কবিতার নিজস্ব সুর, তাল রয়েছে। সেই বিচারেই একজন সুরকার কবিতাটির সুর করেন। তবে কবিতা থেকে সুর করার কাজটি মোটেও সহজসাধ্য ব্যাপার নয়।

তবে সেই কঠিন কাজকে সহজসাধ্য করে চলেছেন উত্তর ২৪পরগনার বারাসতের বাসিন্দা সংগীত শিল্পী মৌসুমী হোসেন । পেশায় স্কুল শিক্ষিকা । তিনি যে গানগুলো গেয়েছেন কবিতায় সুর বসিয়ে অথবা কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে কথা পরিবর্তনের পর সুরারোপ করে। তা এক কথায় অনবদ্য ।

সংগীত শিল্পী মৌসুমী হোসেনের একান্ত সাক্ষাৎকার দেখুন ভিডিও :

Previous articleNEET 2024আকাশ ইনস্টিটিউটের পশ্চিমবঙ্গের শাখাগুলি থেকে ২ জন ছাত্র প্রথম স্থানাধিকারী: দেখুন ভিডিও
Next articleLok Sabha Elections: রবির সন্ধ্যায় শপথ মোদীর, এবার নতুন শর্ত চাপালেন চন্দ্রবাবু ও নীতীশ কুমার, বাড়ছে চাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here