Mother’s Day 2022 Wishes: মাতৃদিবস উপলক্ষে গানের মাধ্যমে মায়েদের শ্রদ্ধা জানাল সোহিনী সোহা

0
1306
“মা “ ছবি আঁকলেন মোহিনী বিশ্বাস৷

সোহিনী সোহা : Sohini Soha জীবনের সব ভুলের জন্য অনায়াসে ক্ষমা চাওয়া যায় যাঁর কাছে, তিনি ‘মা’! সকল মায়েদেরকে আমার প্রণাম মাদার্স ডের শুভেচ্ছা: দেখুন ভিডিও

রাগ হলে তাঁর সঙ্গে যেমন চরম ঝগড়া করা যায়, তাঁর বার্ধক্যে উল্টে তাঁকে শাসন করে যত্নে রাখা যায়, তেমনই অবসাদের কালে যেকোনও বয়সে তাঁর কোলে মাথা রেখে চেনা আরাম পাওয়া যায়। জীবনের সব ভুল তাঁর কাছে আনায়াসে কবুল করে নিয়ে চেয়ে নেওয়া যায় ক্ষমা। তিনি আর কেউনন শুধু মা৷

কারোর কাছে তাঁর বড়বড় চোখ পাকিয়ে তাকানো মানেই গুরুতর শাসন, কারোর কাছে আবার তাঁর আদর করে কিছু শিখিয়ে দেওয়া মানেই স্বর্গসুখ! এই সবই পাওয়া যায় মায়ের কাছে। আর ছোটবেলার এসব পর্ব কাটিয়ে বড় হয়ে উঠে মায়ের হাতের মার, চোখ রাঙানি অনেকেই মিস করা মানেই মাকে একবার দেখতে চাওয়ার টান। সন্তান ও মায়ের এমন সম্পর্ককে কোনও ব্যাকরণে বাঁধা যায় না।

রাগ হলে তাঁর সঙ্গে যেমন চরম ঝগড়া করা যায়, তাঁর বার্ধক্যে উল্টে তাঁকে শাসন করে যত্নে রাখা যায়, তেমনই অবসাদের কালে যেকোনও বয়সে তাঁর কোলে মাথা রেখে চেনা আরাম পাওয়া যায়। জীবনের সব ভুল তাঁক কাছে কবুল করে নিয়ে চেয়ে নেওয়া যায় অনায়াস ক্ষমা। মনে মনে বিশ্বাস থাকে, গোটা দুনিয়া মুখ ফিরিয়ে নিলেও মা কখনও মুখ ফেরাতে পারেন না, বরং দুনিয়ার কলুষতা থেকে আগলে রাখতে পারেন! 

এমন এক মানুষের জন্য প্রতিটি সন্তানের ‘মাতৃদিবস’ প্রত্যেকদিনই! বিভিন্ন জনের কাছে ‘মা’য়ের সংজ্ঞা বিভিন্ন, ব্যক্তিত্ব বিভিন্ন, তবে সম্পর্কের আদর, শ্রদ্ধা, স্নেহের ঘরানা একই।

আপনিও আপনার মাকে মাতৃদিবসে শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন রইল তেমনই কিছু বার্তা আপনাদের জন্য – যা শুধু মাকেই বলা যায়!

শুভ মাতৃদিবস। তোমাকে কোনওভাবে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা কোরো। আমার প্রতিটিদিনই মাতৃদিবস। তাও আজ আলাদা করে শুভেচ্ছা ও প্রণাম তোমার জন্য।’ এই বার্তা দিয়ে সহজে সরলে বলে দিতে পারেন মাকে নিজের কথা।

আমার জীবনের যাবতীয় ঝড়ঝাপ্টার মাঝে নোঙর এখনও তুমিই.. শুধু আজ নয়, সব দিন তোমার ভাল কাটুক।’ এই বার্তা দিয়েও মায়ের মন জয় করতে পারেন।

তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে / দরজা দুটো একটুকু ফাঁক করে/ আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ‘পরে/ টগবগিয়ে তোমার পাশে পাশে।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনগুলি এই বিশেষ সম্পর্ককে আরও ফুটিয়ে তোলে। রবীন্দ্রজয়ন্তীর আগে এমন লাইনে মন ছুঁয়ে যেতে পারেন মায়ের।

‘এভাবে যত্নে আমাদের সকলকে রাখার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিও। শুভ মাতৃদিবস।’

জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে তোমার জন্য।’ এমনও বার্তা দিতে পারেন।

‘বাড়ি সেটিই .. যেখানে মা থাকেন।’ এমন বার্তা দিয়েই বুঝিয়ে দেওয়া যায়, সুখের আশ্রয় মানেই মা। তা সেটা ছোটবেলাই হোক বা বড়বেলা!

Previous articleCyclone Ashani: সমুদ্রেই দুর্বল হবে ‘অশনি’? দুর্যোগে কৃষকরা কী করবেন? পরামর্শ দিল রাজ্য সরকার
Next articleCyclone Ashani: অশনি ক্রমেই বাড়াচ্ছে শক্তি, প্রস্তুতি বাড়ছে প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here