Monsoon: কালো মেঘে ঢাকল আকাশ, দুপুরে তুমুল বৃষ্টি নামল কলকাতায়,প্রাণ জুড়োল তপ্ত বাংলার

0
463

দেশের সময় : ঝাঁ ঝাঁ রোদ মুখ লুকোল কালো মেঘের আড়ালে। গনগনে জ্বালাপোড়া দুপুরে আকাশ ভেঙে বৃষ্টি নামল। ।

জ্বালাপোড়া রোদ। তীব্র তাপপ্রবাহে দগ্ধ বাংলা। চাতকের মতো বৃষ্টির অপেক্ষাই সার হচ্ছিল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল, শনি-রবিবারের আগে বৃষ্টির সম্ভাবনাই নেই। তবে শুক্রবার বেলার দিকে হাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাস সত্যি করে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শহরে।

শুক্রবার দুপুর ৩টে ১৫ নাগাদ বৃষ্টি নামে শহরে। সঙ্গে তুমুল মেঘের গর্জন ও বিদ্যুতের চমকানি৷ শহরের বহু জায়গায় জল জমে গিয়েছে৷

কলকাতার সবজায়গায় এখনও বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আজ বিকেল-সন্ধের পরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বনগাঁয় বিকাল চারটে নাগাদ বৃষ্টি শুরু হয়েছে৷ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। পাহাড়ি জেলাগুলিতেও তাপমাত্রা এখনই কমছে না। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শিলিগুড়ি, বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

দেশে বর্ষা পা রাখলেও বাংলায় এখনও তার আগমন হয়নি। গত কয়েক দিন ধরেই অসহ্য গরমে কাহিলqa কলকাতা-সহ রাজ্য। এই পরিস্থিতিতে কবে বর্ষা আসবে, সে দিকে তাকিয়ে রাজ্যবাসী। এমন আবহে বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেলেন শহরবাসী। তবে গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামী কয়েক দিনও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জন্য স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে বর্ষার আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের একাংশে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহারের দু’একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দু’একটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের দু’একটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে দার্জিলিং, কালিম্পঙের দু’একটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রবি ও সোমবার উত্তরবঙ্গের এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টি নামতে পারে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

Previous articleWest Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত রাজ্যের, জানিয়ে দিল হাইকোর্ট
Next articleLightning: কলকাতায় স্বস্তির বৃষ্টিতে বিষাদের মেঘ,বাজ পড়ে দুই মহিলার মৃত্যু, গুরুতর জখম আরও এক জন ভর্তি ন্যাশনাল মেডিক্যালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here