Monsoon: আজই বর্ষা ঢুকছে আন্দামান সাগরে! বাংলায় আগেভাগেই ঢুকছে বর্ষা? রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানুন বৃষ্টির পূর্বাভাস

0
1093

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলার জন্য সুখবর। ঘূর্ণিঝড় অশনির জেরে রাজ্যে আগাম প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু? রাজ্যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে মনে করছে হাওয়া অফিসের কর্তারা। অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টিপাত। তার প্রভাব এখনও কাটেনি। শনিবার রাতেও কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে শুরু হয়েছে৷ সেই বৃষ্টির রেশ ধরেই আগাম বর্ষা আসছে রাজ্যে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷

গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে । রবিবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ৷ দক্ষিণবঙ্গে জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার থেকে দক্ষিণেও বৃষ্টি বাড়বে বলে খবর।

সকাল থেকে এমনিতেই কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। কখনও কখনও মেঘ ফুঁড়ে রোদ ঝিলিক দিচ্ছে বটে, তবে আবহাওয়া গুমোট। এদিনও দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে, হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই।

আবহবিদরা বলছেন, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে এবছর বর্ষা এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে।

ভারী বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গে। বিহার থেকে অসম পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। এছাড়া আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা উত্তর পশ্চিম ভারতে প্রভাবশালী রয়েছে। সেই কারণেই এই বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ ১৫ মে রবিবার আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্ধারিত দিন ২২ মে।

পূর্বাভাস অনুযায়ী, আজই দক্ষিণ আন্দামান সাগরে ঢুকছে বর্ষা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জেও বর্ষার আগমন হবে। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বর্ষা আসছে। ভারতের মূলও ভূখণ্ড এবং কেরলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে পারে আগামী ২৭ মে।

রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভিজবে দক্ষিণবঙ্গও। তবে এই বৃষ্টিতে গরম বাড়বে আরও।

বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleAndrew Symonds: সাইমন্ডসের শোকে বিহ্বল অস্ট্রেলিয়া,বাকরুদ্ধ হরভজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here