দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষার জন্য দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে। আর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
মঙ্গলবার সকাল থেকেই গরমে নাজেহাল অবস্থা আমজনতার।দুপুর অবধি এই অবস্থা চলবে। বিকেলের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে।
উত্তরে অবশ্য বর্ষা ঢুকেছে আগেই । সেখানে একটানা বৃষ্টি চলছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গেই থমকে ছিল এতদিন। দক্ষিণে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তাই এতদিন সেখানে তেমন বৃষ্টি হয়নি। প্যাচপ্যাচে গরম, অস্বস্তিতে হাঁসফাঁস করছিল সমগ্র দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস শুনে এখন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন সেখানকার মানুষ।
উত্তরবঙ্গে শুরু থেকেই চালিয়ে খেলছে বর্ষা। মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে কলকাতা ও শহরতলিতে বর্ষা ঢুকে পড়বে। তবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলবে বটে, তাপমাত্রা একই থাকবে।
হাওয়া অফিসের ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার বর্ষা ঢোকার কথা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বাংলায় আগামী দু’দিনের মধ্যে বর্যা ঢোকার অনুকূল পরিস্থিতি নেই।
সম্ভাবনা নেই ভারী বৃষ্টিরও। ফলে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে স্বস্তি ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এদিকে উত্তরবঙ্গে কিন্তু একদম বিপরীত চিত্র। সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।