Monsoon:অবশেষে বর্ষা এল, স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ! দিনক্ষণ স্পষ্ট করল হাওয়া অফিস

0
712

দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই ‘আষাঢ়ে-র প্রথম দিবস’ । আকাশের দিকে তাকালেও তার ইঙ্গিত মিলছে। বুধবার সকাল থেকেই মুখ ভার করে রেখেছে বঙ্গের আকাশ। কোথাও কোথাও বৃষ্টিও শুরু হয়ে গেছে।

মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টির পর চরম অস্বস্তি থেকে মুক্তি পেয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। বুধবার সকালের মনোরম আবহাওয়ায় ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। হাওয়া অফিস বলছে, এর সঙ্গেই বর্ষার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারের মতো বুধবারেও তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

বৃহস্পতিবারেই বর্ষা প্রবেশ করবে গোটা বঙ্গে। আষাঢ়ে বৃষ্টি হবে ভালমতোই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

রাতের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। এমন আবহাওয়া বজায় থাকবে টানা ৪ থেকে ৫ দিন। রবিবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। 

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি, পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। 

Previous articleAccident: ‌‌বাঁকুড়ায় ভয়ানক দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা ডাম্পারের,‌ মৃত অন্তত ৪
Next articleRain Tree : মরসুমের প্রথম বর্ষণের ছোঁয়াতেই বৃষ্টিগাছ সবুজ ক্যানভাস হয়ে ওঠে যশোর রোডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here