দেশের সময় ওয়েবডেস্কঃ রামপুরহাটের বগটুই গ্রামে আটজনকে পুড়িয়ে মারার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন ভার্চুয়াল মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালে শহিদ ভগৎ সিং গ্যালারি উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এই পাপ করেছে, আমার বিশ্বাস রাজ্য সরকার নিশ্চয়ই তাদের শাস্তি দেবে। দোষীদের যেন ক্ষমা না করা হয়।’
ইতিমধ্যেই রামপুরহাটের ঘটনা নিয়ে জাতীয় তদন্ত সংস্থা তথা এনআইএ-কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছে বিজেপি। এদিন ভার্চুয়াল মাধ্যমে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তদন্তের ব্যাপারে রাজ্য সরকারকে সমস্তরকম সাহায্য করবে কেন্দ্র।
এদিন প্রধানমন্ত্রী পষ্টাপষ্টিই বলেছেন, রামপুরহাটে জঘন্য অপরাধ ঘটেছে। অনেকের মতে, সরকারি অনুষ্ঠান থেকে সরাসরি রাজনৈতিক ভাবে কিছু বলা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ঠারেঠোরে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, এই ঘটনা জঘন্য। আটজনকে পুড়িয়ে মারাকে পাপ বলেও উল্লেখ করেন তিনি।
রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি রামপুরহাটের ঘটনা নিয়ে তৎপর হয়ে উঠেছে। এদিনই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বগটুইয়ে গিয়েছিলেন। এর মধ্যেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা যে সত্যতা যাচাই কমিটি গড়েছেন সাংগঠনিক স্তরে তার সদস্যরা বুধবার রাতেই কলকাতায় পৌঁছবেন বলে খবর। বৃহস্পতিবার তাঁদের রামপুরহাট যাওয়ার কথা। কাল আবার বীরভূম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।