Modi-Mamata: চলতি মাসের শেষেই ফের দিল্লি সফরে মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন একমঞ্চে

0
377

দেশের সময় ওয়েবডেস্কঃ এ মাসের শেষেই ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল দিল্লি যাবেন মমতা।
রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, ৩০ এপ্রিলের কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওইদিন দিল্লিতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হবেন।

সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিটি হাইকোর্টের প্রধান বিচারপতি ও দেশের প্রধান বিচারপতি ওই কনক্লেভে উপস্থিত থাকবেন। যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

২০১৬ সালে শেষ বার চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ছ’বছর পর ফের এবার তা হতে চলেছে ৩০ এপ্রিল।

অনেকের মতে, বিচার ব্যবস্থা নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তা অনেকেরই স্মরণে রয়েছে। তাঁর কথার মূল নির্যাস ছিল, দেশে এখন এতটাই ভয়ঙ্কর অবস্থা চলছে, গণতান্ত্রিক পরিসর এতটাই সঙ্কুচিত হচ্ছে যে, তার প্রভাব পড়ছে বিচারব্যাবস্থার উপরেও। যা কাম্য নয়।


তা ছাড়া গত এক মাসে কলকাতা হাইকোর্টও এমন এক ডজন রায় দিয়েছে যা রাজ্য পুলিশের উপর অনাস্থার নজির বলেই মত অনেকের। একের পর এক দুর্নীতি ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়ে দেশের প্রধান বিচারপতি এমভি রামানার কাছে গিয়ে নালিশ জানিয়েছেন, তিনি যা রায় দিচ্ছেন তাতেই ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিচ্ছে।

যে ঘটনাকে বিচারব্যবস্থার মধ্যেকার অস্থিরতা হিসেবেই দেখতে চেয়েছিলেন অনেকে। সামগ্রিক এই পরিস্থিতিতে চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের দুই উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। এরপর এই প্রথম মোদির সঙ্গে বৈঠক হতে চলেছে মমতার। এই পরিস্থিতিতে দু’‌জনের সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Previous articleRape case: গাইঘাটার নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী! নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা গোপাল শেঠ
Next articleKalbaisakhi: অবশেষে কালবৈশাখী ! ৪০-৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, কলকাতা সহ বিভিন্ন জেলায় কালবৈশাখী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here