Modi-Imran : মোদীকে হত্যার ছক! জানাল এনএইএ, ইমরানকে খুনের ষড়যন্ত্র, দাবি পাকমন্ত্রীর

0
936

দেশের সময় ওয়েবডেস্কঃ এই উপমহাদেশে কথায় কথায় আসে ভারত – পাকিস্তানের কথা । এবার একই কারণে আলোচনায় দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইমরান খান । দু’‌জনেরই প্রাণনাশ হতে পারে বলে আশঙ্কা।

শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করেন, ইমরান খানকে খুনের ছক কষা হচ্ছে। সেদেশের গোয়েন্দার কাছে নাকি তেমনই তথ্য উঠে এসেছে।
অন্যদিকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে মেল এসেছে তাদের কাছে।


জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা এনআইএ-এর মুম্বই শাখায় ইমেল করে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিপুল পরিমাণে আরডিএক্স মজুত করা হয়েছে। দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে প্রধানমন্ত্রীকে নিশানা করা হতে পারে, এমনই হুমকি দেওয়া হয়েছে।

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ইমেল–এ দাবি, মোদীকে হত্যার জন্য স্লিপার সেলের ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের সংগ্রহে আসছে ২০ কেজি আরডিএক্স।

এনআইএ- প্রকাশিত সেই ই-মেলের আংশিক বয়ান।
ছবি: টুইটার

জানা গেছে, মেলের আইপি অ্যাড্রেস ট্রেস করার চেষ্টা চলছে। ওই ব্যক্তির হদিশ পাওয়ার পাশাপাশি, এই কাজের পিছনে কাদের হাত রয়েছে তা খোঁজার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন :

এনআইএ প্রকাশিত ওই ইমেলের বয়ানে কিছু অসংগতিও রয়েছে। প্রেরক লিখেছেন, ‘আমি যত দ্রুত সম্ভব মোদীকে মারতে চাই। আমি বোমা মেরে উড়িয়ে দিতে চাই প্রধানমন্ত্রীকে। উনি আমার জীবনকে হত্যা করেছেন। আমার জীবন নষ্ট করেছেন। আমি কাউকে ছেড়ে দেব না। আমি দু’কোটির বেশি মানুষকে হত্যা করব।’

প্রেরকের বক্তব্য, মোদীকে হত্যা করতে যদি তাঁকে লক্ষ লক্ষ মানুষকে মারতে হয় তাতেও আপত্তি নেই তাঁর। কেন না মানুষ এমনিতেই মরছে। তার বদলে তাঁর বিস্ফোরণে মরবে। এনআইএ-কে লেখা ইমেলে প্রেরক একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই জানিয়েছে, ‘আমাকে থামাতে পার তো থামাও। কিন্তু নাশকতার পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গিয়েছে।’

প্রেরক এ কথাও জানিয়েছেন যে, ‘২৮ ফেব্রুয়ারি ২০টি স্লিপার সেল সক্রিয় হবে তারপরেই দেশের ২০টি শহরে নাশকতা হবে।’ যদিও কোন বছরের ২৮ ফেব্রুয়ারি তা ইমেলে স্পষ্ট নয়। এনআইএ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রীকে দেওয়া ওই হুমকি যদি ভুয়োও হয় তা হলেও বিষয়টির পূর্ণ তদন্ত হবে।


অন্যদিকে, ইমরান খানের দাবি, তাঁকে উৎখাত করার চেষ্টা করছে বিদেশি শক্তি। গদি হারানোর মুখে তিনি। সেই আবহেই এবার ইমরান খানকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করলেন সে দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

Previous articleJagdeep Dhankar: অসুস্থ রাজ্যপাল,মতুয়া মেলা যেতে গিয়ে মাঝপথ থেকে ফিরলেন রাজভবনে, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Next articleSri Lanka Unrest: তীব্র আর্থিক সঙ্কট, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here