দেশের সময় : শনিবার শুরু হচ্ছে জি২০ সম্মেলন (G20 Summit 2023)। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বিকেল গড়াতেই তাঁর বিমান এসে নামে দিল্লিতে। কিন্তু শনিবারের সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক করেন বাইডেন । এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।
জি-২০ সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা হয়। মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করা থেকে শুরু করে, গণতন্ত্র, মানবাধিকার-সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় মোদী-বাইডেনের।
শুক্রবার সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউজ় থেকে।
সম্প্রতি মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস লিখেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান-৩। চন্দ্রাভিযানে ভারতের এই সাফল্যের জন্য নমোকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এর পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ সফল উৎক্ষেপণের জন্যও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহাকাশ গবেষণায় ইসরো ও নাসার যৌথভাবে কাজ করার বিষয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে।
শুধু তাই নয়, আগামী দিনে ভারত যাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে, সেই বিষয়টি নিয়েও এদিনে বৈঠকে মোদীকে আশ্বাস দিয়েছেন বাইডেন। ভারতকে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর পাশাপাশি ৫জি ও ৬জি প্রযুক্তি নিয়ে আরও গবেষণা ও বিকাশের জন্য একটি জয়েন্ট টাস্ক ফোর্স গঠন করার বিষয়েও এদিনের বৈঠকে জোর দিয়েছেন দুই দেশের রাষ্ট্রনেতা। কথা হয়েছে কোয়ান্টাম শক্তি নিয়েও। দ্বিপাক্ষিক স্তরে কোয়ান্টাম শক্তি নিয়ে ভারতের সঙ্গে যৌথভাবে কাজের বিষয়ে আগ্রহী বাইডেন।
Happy to have welcomed @POTUS @JoeBiden to 7, Lok Kalyan Marg. Our meeting was very productive. We were able to discuss numerous topics which will further economic and people-to-people linkages between India and USA. The friendship between our nations will continue to play a… pic.twitter.com/Yg1tz9kGwQ
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
কোয়ান্টাম ইকোনমিক ডেভেলপমেন্ট কনসর্টিয়ামে কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অংশগ্রহণেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। শিকাগো কোয়ান্টাম এক্সচেঞ্জের সঙ্গে আইআইটি বম্বের যুক্ত হওয়ারও প্রশংসা করেন তিনি।
চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের কথাও উঠে আসে আলোচনায়।
বিশ্ব আঙিনায় বহুমাত্রিক এজেন্ডায় ভারত ও আমেরিকার যৌথ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের উপরেও জোর দেন দুই রাষ্ট্রনেতা। কথা হয়েছে কোয়াড সম্মেলন নিয়েও। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি আগামী বছর ভারতে বৈঠকে বসছে। ২০২৪ সালের কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত।
আগামী বছরের কোয়াড সম্মেলনেও বাইডেনকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে প্রধানমন্ত্রী মোদী, এদিনের বৈঠকে সেই কথাও জানিয়েছেন তিনি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বাণিজ্য ও অন্যান্য আঙ্গিক নিয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন নমো।
দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও নিবিড় করতে প্রযুক্তিগত ক্ষেত্রের যে অসীম গুরুত্ব রয়েছে, তা নিয়েও এদিন সহমত মোদী-বাইডেন উভয়েই। আলোচনা হয়েছে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন নিয়েও। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ভারতে এক নয়া বিপ্লব এসেছে। আর আজ মোদী-বাইডেনের বৈঠকে আরও একবার উঠে এল সেই প্রসঙ্গ।