Modi: মোদী স্টিয়ারিং ঘোরালেন দিল্লিতে, গাড়ি চলল সুইডেনে, দেখুন ভিডিও

0
927

দেশেরসময় ওয়েবডেস্কঃ দিল্লির প্রগতি ময়দান থেকে সুইডেনের দূরত্ব কত? গুগল বলছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার। কিন্তু ৫জি (5G) ইন্টারনেটের কাছে এই দূরত্ব যে মামুলি ব্যাপার তা হাতে কলমে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

দিল্লির মোবাইল কংগ্রেসের এরিকসন বুথে মোদী পায়ে করে অ্যাকসিলেটরে চাপ দিলেন, ঘোরালেন স্টিয়ারিং। আর গাড়ি চলল সুইডেনে। সেই ভিডিও টুইট করেছে প্রসার ভারতী।

এদিনই ৫জি পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। এবছর ষষ্ঠ বর্ষে পড়ল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। যা এশিয়ার শক্তিশালী ডিজিটাল মঞ্চ হিসেবে খ্যাত। আগামী ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির প্রগতি ময়দানে চলবে মোবাইল কংগ্রেস।  

প্রাথমিকভাবে দেশের ১৩টি বড় শহরে শুরু হচ্ছে ৫জি পরিষেবা। ২০২৪-এর মধ্যে তা গোটা দেশে হয়ে যাবে। এই প্রযুক্তি ইন্টারনেটের গতিকে আরও কয়েকগুন বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে, ৫জি শুধু ৪জি-র থেকে দ্রুতগামী না। এই পরিকাঠামোয় ভার্চুয়াল রিয়্যালিটি আরও উন্নত। তাছাড়া তথ্য সরবরাহেও বড় অগ্রগতি ঘটাবে।  

Previous articleWeather Update :ষষ্ঠীতে কি বৃষ্টি? পুজোর আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্ত !কি জানাচ্ছে হাওয়া অফিস
Next articleDurga Puja 2022 : শহর থেকে দূরে নিরিবিলিতে গোবরডাঙার জমিদার বাড়িতে দুর্গাপুজো : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here