দেশেরসময় ওয়েবডেস্কঃ দিল্লির প্রগতি ময়দান থেকে সুইডেনের দূরত্ব কত? গুগল বলছে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার। কিন্তু ৫জি (5G) ইন্টারনেটের কাছে এই দূরত্ব যে মামুলি ব্যাপার তা হাতে কলমে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
দিল্লির মোবাইল কংগ্রেসের এরিকসন বুথে মোদী পায়ে করে অ্যাকসিলেটরে চাপ দিলেন, ঘোরালেন স্টিয়ারিং। আর গাড়ি চলল সুইডেনে। সেই ভিডিও টুইট করেছে প্রসার ভারতী।
এদিনই ৫জি পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। এবছর ষষ্ঠ বর্ষে পড়ল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। যা এশিয়ার শক্তিশালী ডিজিটাল মঞ্চ হিসেবে খ্যাত। আগামী ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির প্রগতি ময়দানে চলবে মোবাইল কংগ্রেস।
প্রাথমিকভাবে দেশের ১৩টি বড় শহরে শুরু হচ্ছে ৫জি পরিষেবা। ২০২৪-এর মধ্যে তা গোটা দেশে হয়ে যাবে। এই প্রযুক্তি ইন্টারনেটের গতিকে আরও কয়েকগুন বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে, ৫জি শুধু ৪জি-র থেকে দ্রুতগামী না। এই পরিকাঠামোয় ভার্চুয়াল রিয়্যালিটি আরও উন্নত। তাছাড়া তথ্য সরবরাহেও বড় অগ্রগতি ঘটাবে।
WATCH | Prime Minister @narendramodi tries his hands on virtual wheels at the exhibition put up at Pragati Maidan before the launch of 5G services in the country. pic.twitter.com/zpbHW9OiOU
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) October 1, 2022