Miss Universe 2021: লারা দত্তের (Lara Dutta) খেতাব জেতার ২১ বছর পর ফের ভারতীয় কন্যা জিতলেন ‘মিস ইউনিভার্স’-এর তকমা।
দেশের সময় ওয়েবডেস্কঃনয়াদিল্লি: ২১ বছর পর মিস ইউনিভার্সের (Miss Universe) মঞ্চে এক ভারতীয় বিজয়ী। পঞ্জাবের হরনাজ সান্ধু (Harnaaz Kaur Sandhu) জিতলেন ‘মিস উইনিভার্স’-এর খেতাব। লারা দত্তের বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা।তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় কন্যা যিনি ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন।
The new Miss Universe is…India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021
২১ বছরের পঞ্জাবী তরুণীর মূল দুই প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। মিস সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর ‘মিস ইউনিভার্স’, মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।
রবিবার রাতে ইজরায়ালের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।
India's Harnaaz Sandhu crowned Miss Universe 2021
— ANI Digital (@ani_digital) December 13, 2021
Read @ANI Story | https://t.co/PjP42LmzK7#HarnaazSandhu #MissUniverse2021 pic.twitter.com/4Y5e60v87L
হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। এর আগে তিনি ‘মিস ডিভা ২০২১’-এর খেতাবও জিতেছেন। তাছাড়া ‘ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯’-এর তকমাও জিতেছেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯’-এর সেরা ১২-এর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া তিনি পঞ্জাবী ছবি ‘ইয়ারা দিয়া পু বরা’ ও ‘বাই জি কাট্টুঙ্গে’-তেও কাজ করেছেন তিনি।