দেশের সময় ওয়েবডেস্কঃ আইনের তোয়াক্কা না করে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে দিয়ে দিল পরিবার ! গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা। এদিকে পরিবারের দাবি, ভাল পাত্র পাওয়ায় ধর্মীয় রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা করা হয়েছে, মেয়ে এখনই শ্বশুরবাড়ি যাবে না! যদিও কোনরকম ওজর-আপত্তি মানতে চায়নি পুলিশ। শেষ পর্যন্ত ওই নাবালিকাকে থানায় নিয়ে আসা হয়।
উত্তর ২৪ পরগনার অশোকনগরের বেড়িয়া পঞ্চায়েতের ট্যাংরা এলাকার এই ঘটনায় জানা গেছে, ওই নাবালিকার বাড়ি হুগলিতে। শুক্রবার অশোকনগরের মামার বাড়িতে এসেছিল। সেখানেই ঘরোয়া অনুষ্ঠান করে তার বিয়ে দেওয়া হয়। ওই নাবালিকার মা দাবি করেন, ভাল ছেলে পাওয়ায় ১৮ বছরের আগেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন!
প্রতিবেশীদের দাবি, কাউকে কিছু না জানিয়ে গোপনে ওই নাবালিকার বিয়ে দেওয়া হয়। রাজ্য সরকার মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে একাধিক প্রকল্প আনলেও এই সমস্ত ঘটনা দেখিয়ে দিচ্ছে এখনও একশ্রেণির মানুষ নিয়ম কানুনের তোয়াক্কা না করে ১৮ বছর হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন।