Minakshi Mukherjee:আরজি কর-কাণ্ডে মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই , সিজিওতে থেকে বেরিয়ে কি বললেন যুবনেত্রী : দেখুন ভিডিও

0
296
হীয়া রায় কলকাতা

দেখুন ভিডিও

দেশের সময় : আরজি কর-কাণ্ডের তদন্তে এ বার বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে এমনই জানা গিয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে যাবেন মিনাক্ষী। জানা গিয়েছে, সিবিআই দফতরে পৌঁছেছেন মিনাক্ষী। দেখুন ভিডিও

মূলত, ১৪ অগস্ট আরজি করে ভাঙচুড়ের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই অর্থাৎ ১৪ই অগস্ট প্রথম ‘রাত দখলের’ কর্মসূচি ছিল। সেইদিন ওই সময় মীনাক্ষীর নেত্রীত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। আচমকা সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে।

তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল?

যেহেতু সেদিন ভাঙচুরের সময় তিনি সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

আজ বৃহস্পতিবার সিজিওতে যাবেন মীনাক্ষী। তাঁর বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এর আগেও একবার কথা বলার জন্য মীনাক্ষীকে ডাকা হয়েছিল। যেহেতু রাজনৈতিক কর্মসূচিতে তিনি ব্যস্ত, সেই কারণে যেতে পারেননি মীনাক্ষী। তবে আজ সিবিআই-এর সঙ্গে কথা বলবেন তিনি।

Previous articleRG Kar Protestপ্রায় ৫ ঘণ্টার নবান্ন-বৈঠকে মেলেনি সমাধান সূত্র,‘হতাশ’ বলে জানালেন জুনিয়র ডাক্তারেরা, চলবে কর্মবিরতি, আন্দোলনও দেখুন ভিডিও
Next articleFlood Rescue সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইলেন পুরশুড়ার বানভাসিরা, দ্রুত ত্রাণ নিয়ে পৌঁছলেন পুলিশ অফিসাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here