Metaপ্রায় এক ঘণ্টা পর স্বমহিমায় ফিরল ফেসবুক, ইনস্টাগ্রাম! স্বস্তিতে গ্রাহকেরা ,এখনও বিপত্তির কারণ নিয়ে কিছুই বলেনি মেটা

0
169

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রায় ঘণ্টাখানেক পর মিটল ফেসবুক এবং ইনস্টাগ্রামের সমস্যা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ আবার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছেন। তবে কী কারণে রাত ৯টা থেকে ওই বিপত্তি শুরু হয়েছিল, তার কোনও কারণ এখনও জানায়নি দুই সমাজমাধ্যমের অভিভাবক মেটা।

ভারতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়েন মঙ্গলবার রাত ৯টা নাগাদ। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাআপনি লগ আউট হয়ে যায়। দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। পরে জানা যায়, বিশ্ব জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

এই ভাবে ঘণ্টাখানেক কাটার পর আবার লগ ইন করা গিয়েছে। যদিও ক্রোম বা অন্য কোনও ব্রাইজ়ার থেকে অ্যাকাউন্ট থেকে খুলতে গিয়ে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আবার ইনস্টাগ্রামে লগ ইন করা গেলেও পেজ রিফ্রেশ করা যায়নি।

ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাশাপাশি হোয়াট্‌সঅ্যাপ এবং মেসেঞ্জার, থ্রেড-ও মেটার মালিকানাধীন। থ্রেডেও একই সমস্যা হয়। তবে হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা সচল রয়েছে।

ভারত ছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই আচমকা পরিষেবা বন্ধের সমস্যায় পড়ে অন্য সমাজমাধ্যমে সরব হয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ব্রিটেন, আমেরিকা ইত্যাদি দেশের নেটাগরিকরা।

মার্ক জ়াকারবার্গের সংস্থা মেটা এ নিয়ে কেন কোনও বিবৃতি দিচ্ছে না, সেটা নিয়ে আবার আর এক সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সরব হতে শুরু করেন নেটাগরিকরা। আবার দুই সমাজমাধ্যম প্ল্যাটফর্মের এই সাময়িক অচলাবস্থা নিয়ে মজার মজার পোস্ট এবং মিম ছড়িয়ে পড়ে অন্যান্য সমাজমাধ্যমের দেওয়ালে।

Previous articlePM NARENDRA MODI: কলকাতা সফরে মোদী, স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, বুধে সভা বারাসতে
Next articleMamata Banerjee: বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা, ফেসবুকে নজর রাখতে বললেন মমতা, কৌতূহল সবমহলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here