![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/GANESH-CHATURTHI-2022-819x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/02.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কয়লা পাচারকাণ্ডে দিল্লি যেতে হবে না মেনকাকে। ইডি চাইলে কলকাতাতে জেরা করুক তাঁকে। মঙ্গলবার মেনকার আবেদনে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220820-WA0003.jpg)
মঙ্গলবার বেআইনি কয়লা পাচারকাণ্ডে মেনকাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। সেই নোটিস পেয়েই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদন জানান। এদিন দুপুরে সেই মামলার শুনানিতেই আদালত নির্দেশ দেয়, ইডিকে জেরা করতে হলে কলকাতাতে করতে হবে। শুধু তাই নয়, মেনকার বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নিতে পারবে না ইডি।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/05.jpg)
এদিন আদালতে মামলাকারীর পক্ষের আইজীবী প্রশ্ন তোলেন, ঘটনা যেহেতু কলকাতার তাহলে কেন দিল্লিতে ডেকে পাঠানো হবে? গোটা ঘটনা অনুপ মাঝি এবং এই রাজ্যকে কেন্দ্র করে। তাই কলকাতাতে ডাকা হোক।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/06.jpg)
যদিও ইডির তরফ থেকে আদালতে জানানো হয়, এই ঘটনা গোটা দেশে ছড়িয়ে রয়েছে। দিল্লিতে এফআইআর হয়েছে। দিল্লির আধিকারিকরা তদন্ত করছেন। তাই এই মামলাকে কলকাতা কেন্দ্রিক বলা যায় না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/07.jpg)
পাল্টা মেনকা গম্ভীরের আইনজীবী আদালতে বলেন, সংশ্লিষ্ট মামলায় তাঁর মক্কেল অভিযুক্ত নন। তিনি ইডির কাছে যাবেন। তদন্তেও সহযোগিতাও করবেন। কিন্তু তাঁকে কলকাতায় ডাকা হোক। পাশাপাশি মেনকার আবেদন, কেন্দ্রীয় তদন্তকারী দল যেন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে না পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/11.jpg)
দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, এই মামলায় বিচার্য বিষয় মামলাকারীর দিল্লি যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, ইডির তরফে যে গোপনীয় নথির কথা বলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় নথি দিল্লি থেকে কলকাতা আনা যাবে না?
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/09.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/10.jpg)
এরপরই আদালত নির্দেশ দেয়, কলকাতায় ইডির জোনাল অফিসে জেরা করতে হবে মেনকাকে। তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি এও বলা হয়, কলকাতায় ডাকা হলে অবশ্যই তাঁকে হাজিরা দিতে হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/12.jpg)